বাংলাদেশের স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ মেজর জিয়া -রাশেদ খান

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান বলেছেন, পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন। হানাদার
বাহিনীর অতর্কিত হামলায় নেতৃত্বহীন হয়ে পড়ে  দেশের জনগন। এমনি এক অনিশ্চয়তার মধ্যে চট্টগ্রামের ষোলশহর বিপ্লব উদ্যানে তিনি পাক বাহীনির বিরুদ্ধে” উই রিভোল্ট ” বলে বিদ্রোহ ঘোষনা করেন। অষ্টম ইষ্টবেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের নিয়ে প্রতিরোধের মশাল জালিয়েছিলেন। সেদিন অমানিশার ঘোর অন্ধকারে উজ্জল নক্ষত্রের মতো জিয়াউর রহমান উদয় হয়েছিলেন। বাংলাদেশের স্বাধীনতা ও জিয়াউর রহমান এক অবিচ্ছেদ্য অংশ।
তিনি আজ ৩০মে শনিবার দুপুরে জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম  মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীর কদম মোবারক এতিমখানায় দোয়া মাহফিল এবং এতিম ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণকালে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আসাদুজ্জামান দিদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিঃ যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, যুগ্ম সম্পাদক জমির উদ্দীন নাহিদ সহ মহানগর, থানা ও ওয়ার্ড় নেতৃবৃন্দ।প্রেস রিলিজ