সোনালী ব্যাংক হাটহাজারী শাখায় কর্মরত ১০ জনের করোনা

বৃহস্পতিবার (২৮ মে) চট্টগ্রামে গত ২৪ ঘন্টার করোনা ভাইরাস (কোভিড-১৯) নমুনা পরীক্ষায় সোনালী ব্যাংক হাটহাজারী শাখায় কর্মরতদের ৭ জনসহ হাটহাজারীর ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ বৃৃহস্পতিবার হাটহাজারী উপজেলার রেকর্ড সংখ্যক (২৬ জন) করোনা পজেটিভ শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ইমতিয়াজ হোসাইন। এর মধ্যে সোনালী ব্যাংক হাটহাজারী শাখায় কর্মরতদের ৭ জন এবং আগে থেকে সোনালী ব্যাংক হাটহাজারী শাখার ৩জন আক্রন্ত আছে বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন চট্টগ্রামের হাটহাজারী সদরের সোনালী ব্যাংক হাটহাজারী শাখায় কর্মরত ৭ জনের আজ করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আগে থেকে ২/৩জন করোনা পজেটিভ শনাক্ত আছেন।

হাটহাজারী শাখার সোনালী ব্যাংকের ১০ কর্মকর্তা -কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হলেও এর মধ্যে একজন আনসার সদস্যও রয়েছেন। এই পর্যন্ত শারিরীক ভাবে সবাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন ব্যাংক কৃর্তৃপক্ষ। ঐ শাখায় ১৭কর্মকর্তা কর্মচারী কর্মরত আছেন। জানা গেছে, সম্প্রতি ব্যাংকের সিনিয়র ক্যাশ অফিসার ওসমান গনি আক্রান্তের পর পরই একের পর এক সব কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন ল্যাবে নমুনা পরীক্ষা করান। মঙ্গলবার ব্যাংকের নারীসহ দুই অফিসারের পজিটিভ আসে। কিন্তু, বৃহস্প্রতিবার ব্যাংকের ব্যবস্থাপক, সেকেন্ড অফিসার, আনসারসহ ৭ জনের পজিটিভ আসে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ইমতিয়াজ হোসাইন জানিয়েছেন সোনালী ব্যাংক হাটহাজারী শাখার ৭জন কর্মকর্তা, হাটহাজারী পৌরসভার ফটিকা শাহাজালাল পাড়ার ৬৭ বছর বয়সী ১জন (পুরুষ), কলেজ গেইট ৩৩ বছর বয়সী ১জন (পুরুষ) ও ৩নং ওয়ার্ড দেওয়ান নগর ৪০ বছর বয়সী ১জন (পুরুষ), ফতেপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মদনহাট ১জন (পুরুষ), ছিপাতলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ৫০ বছর বয়সী ১জন (নারী) ও একই ওয়ার্ডের ২২বছর বয়সী ১জন (নারী), চৌধুরী হাট ২৯ বছর বয়সী ১জন (উপজাতি নারী), মেখল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ২৫বছর বয়সী ১জন (পুরুষ), গড়দুয়ারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ২০বছর বয়সী ১জন (পুরুষ) ও ২নং ওয়ার্ডের ২৪বছর বয়সী ১জন (পুরুষ), বুড়িশ্চর ইউনিয়নের ৫৫বছর বয়সী ১জন (পুরুষ), শিকারপুর ইউনিয়নের ২০বছর বয়সী ১জন (পুরুষ) ও ২৬বছর বয়সী ১জন (পুরুষ), চসিক এর ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে ২জন শিশু, ২জন নারী ও ২জন পুরুষ মোট ৬জন। এদের ১জন নন্দিরহাট এলাকার এবং অন্য ৫জন আমানবাজার এলাকার।

বৃৃহস্পতিবার হাটহাজারী উপজেলায় সর্বমোট ২৬জন করোনা ভাইরাসে আক্রান্ত।