হালদায় অভিযান: নিষেধাজ্ঞা অমান্য করায় যান্ত্রিক নৌযান ধংস

অভিযানের পর পর আবারো চলছে বালু বহনকারী যান্ত্রিক নৌযান

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদীর মা মাছের প্রজনন রক্ষায় মৎস মন্ত্রনালয় হালদা নদীতে নাজির হাট থেকে হালদা নদীর মোহনা কালুর ঘাট ৪৮ কিলোমিটার দৈর্ঘ নদীতে সারা বৎসর মাছ শিকার নিষিদ্ধ করে। হালদা নদীর মা মাছ সহ জৈব বেচিত্র রক্ষায় হালদা নদীতে যান্ত্রিক নৌযান চলাচল নিষ্দ্বি করা হয় । হালদা নদীর সকল বালু মহল ইজারা দেও্রয়া বন্দ্ব করে দেয় চট্টগ্রাম জেলা প্রশাসন । প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাল ও বড়শী দিয়ে মাছ শিকার,করছে । হালদা নদীর মোহনা থেকে শুরু করে কচুখাইন, মোকামী পাড়া, সার্কদা, উরকিরচর, ছায়ার চর, হালদার চর এলাকা থেকে প্রতিনিয়ত ড্রেজার ও পাওয়ার পাম্প দিয়ে বালু উত্তোলন করে যান্ত্রিক নৌযান ভর্তি করে হালদা নদী দিয়ে রাউজান হাটহাজারীর বিভিন্ন এলাকায় নিয়ে গিয়ে যাচ্ছে। হালদা নদীতে যান্ত্রিক নৌযান ও ড্রেজার চলাচল, যান্ত্রিক নৌযান চলাচল, জাল ও বড়শী দিয়ে মাছ শিকার করায় হালদা নদীর মা মাছ সহ জৈব বৈচিত্র হুমকির মুখে পড়েছে ।। হালদা নদীতে যান্ত্রিক নৌযান ও ড্রেজার চলাচল, যান্ত্রিক নৌযান চলাচল, জাল ও বড়শী দিয়ে মাছ শিকার করায় ড্রেজার ও যান্ত্রিক নৌযানের আঘাতে ও মাছ ধরার জালে আটক হয়ে গত ২ বৎসরে ২৫টি ডলফিন মারা যায় । সর্ব শেষ গত ২৪ মে রাউজানের উরকিরচর ইউনিয়নের মইশকরম এলাকায় হালদা নদীতে একটি মৃত ডলফিন উদ্বার করে রাউজান উপজেলা প্রশাসন । হালদা নদীতে হালদা নদীতে যান্ত্রিক নৌযান ও ড্রেজার চলাচল, যান্ত্রিক নৌযান চলাচল, জাল ও বড়শী দিয়ে মাছ শিকার করায় ডলফিন ছাড়া ও মা মাছ মারা গেছে । গতকাল হালদা নদীতে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ আনসার বাহিনীর সদস্যদের সহায়তায় অভিযান চালিয়ে হালদা নদীতে হাটহাজারীর সীমনায় রুহুল্ল্রাপুর সর্তার ঘাট এলাকায় একটি বালু বহনকারী যান্ত্রিক নৌযান ধংস করে। যান্ত্রিক নৌযানটি থেকে দুটি পাওয়ার পাম্প খুলে নদীতে ফেলে দেয় । যান্ত্রিক নৌযানটি আগুন লাগিয়ে দিয়ে ধংস করেন । এব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, হালদা নদীর ডলফিন ও মা মাছ সহ জৈব বৈচিত্র রক্ষায় রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী ও চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াছ হোসেনের নির্দেশে ও পরামর্শে হালদা নদীতে অভিযান চালিয়ে যান্ত্রিক নৌযান ধংস করা হয়েছে । হালদা নদীর ডলফিন ও মা মাছ সহ জৈব বৈচিত্র রক্ষায় প্রতিনিয়ত অভিযাণ চলবে । হালদা নদীতে অভিযান চলাকালে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সাথে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ, রাউজান উপজেলাি সিনিয়র মৎস অফিসার পিযুষ প্রভাকর, আইডি এফের ম্যানেজার রাশেদুল আলম ।