হাটহাজারীতে মোমবাতির নির্বাচনী গণসংযোগ

সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সব দলের প্রতি সমান আচরণ করার আহবান

চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজীদ আংশিক) সংসদীয় আসনের মির্জাপুর ইউনিয়নে আজ ২১ ডিসেম্বর সকালে শতাধিক নেতাকর্মী নিয়ে পায়ে হেটে মোমবাতি প্রতীকের গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ নঈমুল ইসলাম। এসময় তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশের জনপ্রত্যাশা ক্রমেই ম্লান হচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় ক্ষমতাসীনদের দাপটে প্রতিদন্ধী প্রার্থীর নির্বাচনী প্রচার-প্রচারণায় বিঘœ ঘটছে। প্রার্থীর কর্মি সমর্থকদের মামলা-হামলার হুমকি দেয়া হচ্ছে। বিপরীতে অনেক মন্ত্রী, এমপি সরকারি প্রটোকল নিয়ে ভোট চাচ্ছে। এধরণের পরিবেশ কোনভাবেই কাম্য নয়। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড এখনো প্রতিষ্ঠা হয়নি। একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি নির্বাচন কমিশনকে আরো দৃঢ়তা ও প্রত্যয় নিয়ে সব দলের প্রতি সমান আচরণ করার আহবান জানান। তিনি আরো বলেন, হাটহাজারীতে জনবিচ্ছিন্ন এলিট শ্রেণির নেতা ও বার বার ওয়াদা ভঙ্গকারীর বিরুদ্ধে সাধারণ মানুষ একাট্টা হয়ে পরিবর্তনের লক্ষ্যে মোমবাতিতে ভোট দেয়ার প্রস্তুতি নিচ্ছে। কেন্দ্র দখল, ভোট ডাকাতি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মত ঘটনা না ঘটলে হাটহাজারীতে মোমবাতির বিজয় সুনিশ্চিত বলে তিনি মন্তব্য করেন। গণসংযোগে উপস্থিত ছিলেন মাওলানা ইয়াছিন হোসেন হায়দরি, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, মুহাম্মদ শাকুর মিয়া, আলহাজ্ব হারুন সওদাগর, কাজী সৈয়দ মুহাম্মদ আবু সাঈদ, এম মুনছুর আলী, মাস্টার মুহাম্মদ ইসমাঈল, মুহাম্মদ রসুল উদ্দিন বাছুরা, মাওলানা দিদারুল আলম, হাফেয সালাহ উদ্দিন, মুহাম্মদ এমদাদুল হক, হোসাইন মুহাম্মদ এরশাদ, মুহাম্মদ সরওয়ার উদ্দিন চৌধুরী, মুহাম্মদ আব্দুল হাকিম, সৈয়দ রাকিবুল ইসলাম,মুহাম্মদ শফুল আলম, মুহাম্মদ নেজামুর রহমান, মুহাম্মদ তাজুল ইসলাম, মুসলিম উদ্দিন, জুনায়েদ আরফাত, মনির উদ্দিন, নাছির উদ্দিন ছিদ্দিক, মুহাম্মদ রাজ্জাক, মুহাম্মদ নাছির উদ্দিন, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ মুন্না, সাকিব, নুর উদ্দিন প্রমুখ।