ফিফার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে ঠাঁই হয়নি আর্জেন্টিনার!

ফিফার প্রকাশিত ২০১৮ সালের সবশেষ র‌্যাঙ্কিংয়ে দেশগুলোর অবস্থানের তেমন কোনো পরিবর্তন হয়নি। শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। দ্বিতীয়স্থানে আছে বিশ্বকাপজয়ী ফ্রান্স।

বেলজিয়ামের পয়েন্ট সর্বোচ্চ ১৭২৭। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে ফ্রান্স। ১৬৭৬ নিয়ে তৃতীয়স্থানে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

১৬৩৪ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে আছে রাশিয়া বিশ্বকাপের রানার্স-আপ ক্রোয়েশিয়া। ৩ পয়েন্ট কম নিয়ে শীর্ষ পাঁচের শেষ দল ইংল্যান্ড। ষষ্ঠস্থানে পর্তুগাল। তাদের পয়েন্ট ১৬১৪। ৫ পয়েন্ট কম নিয়ে সপ্তমস্থানে আছে উরুগুয়ে। সুইজারল্যান্ড, স্পেন ও ডেনমার্ক আছে যথাক্রমে অষ্টম, নবম ও দশমস্থানে। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে ঠাঁই হয়নি আর্জেন্টিনার। ১৫৮২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ১১তম।

উত্তর ও মধ্য আমেরিকার দেশগুলোর মধ্যে শীর্ষে মেক্সিকো। ১৫৪০ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান সপ্তদশ। আফ্রিকার দেশগুলোর মধ্যে শীর্ষে আছে সেনেগাল, ২১তম স্থান। এশিয়ার মধ্যে সর্বোচ্চ অবস্থান ইরানের, ২৯তম। ওশিয়ানিয়া অঞ্চলের মধ্যে শীর্ষে নিউজিল্যান্ড।

৯০৭ পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ে ২১১ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৯২।