রামুতে টমটম চালককে গলা কেটে হত্যা

কক্সবাজারের রামুতে মোহাম্মদ বাবুল (৪০) নামে এক ইজিবাইক (টমটম) চালককে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকার একটি কৃষি জমি থেকে তার মরদেহ দেখতে পায় স্থানীয় কয়েকজন।

নিহত বাবুল উপজেলার রশিদনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গুলালির জুম এলাকার আব্দুস সালাম বৈদ্যের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, পেশায় টমটম চালক বাবুল প্রতিদিনের মতো গাড়ি নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন।

রাত পৌনে ৮টার দিকে দক্ষিণ মিঠাছড়ির চৌধুরী পাড়া এলাকায় একটি ফসলি জমিতে তার রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় পথচারীরা। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় ধারাল অস্ত্রের গভীর ক্ষত পাওয়া গেছে।

নিহতের পরিবারের দাবি, বাবুলকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে এবং তার ব্যবহৃত টমটমটি ছিনতাই করে নিয়ে গেছে ঘাতকরা।

মূলত গাড়িটি হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তারা ধারণা করছেন।
রামু থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ছিনতাই হওয়া টমটম উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

একজন সাধারণ শ্রমজীবী মানুষকে এভাবে হত্যার ঘটনায় রশিদনগর ও দক্ষিণ মিঠাছড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।