মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মিরসরাই আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান বলেছেন, দীর্ঘ ১৭ বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন। এখন আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে প্রতীককে ভোট দিয়ে বিজয় করুন। একটি পক্ষ আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তারা বলছে রোজা- পূজা এক। তারা ধর্মের নামে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করছে। আপনারা নেতাকর্মীরা সাধারন মানুষকে বিভ্রান্ত না হতে কাজ করুন। ভোটের দিন আপনারা ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে গিয়ে প্রথমে আপনার ও পরিবারের ভোট আগে দিয়ে দিবেন।

সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী সাহেরখালী ও কাটাছরা ইউনিয়নে গণসংযোগকালে বিভিন্ন পথসভায় এসব কথা বলেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রধান নির্বাচনী সমন্বয়ক ও উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন সেলিম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট অলিউল কবির ইকবাল, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য তাহের আহম্মদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, বিএনপি নেতা দাউদুল ইসলাম মিশন, মাঈন উদ্দিন চৌধুরী, দিদারুল আলম মিলন, নুরুল আলম মেম্বার, নুর উদ্দিন জাহিদ, দিদারুল আলম, দিদার, ওমর ফারুক, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পদক শওকত আকবর সোহাগ, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ওমর শরীফ প্রমুখ।












