চট্টগ্রামের বাঁশখালীর সরল ইউনিয়নে চৌধুরী বাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে আটকক্ষের একচালা কাঁচা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে বাঁশখালী ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ।

বাঁশখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটির চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ৪ লক্ষাধিক টাকা।












