বিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট আইএস বিন্দ্রা আর নেই

রবিবার (২৫ জানুয়ারি) যখন ভারতীয় দল নিউ জিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হারানোর পর সেলিব্রেশন করছে সেই সময়েই এল খবরটা। প্রয়াত হয়েছেন আইএস বিন্দ্রা। ভারতীয় ক্রিকেট প্রশাসনে তিনি পরিচিত এই নামেই। ভালো নাম ইন্দরজিৎ সিং বিন্দ্রা।

রবিবার (২৫ জানুয়ারি) নয়া দিল্লিতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০-এর কাছাকাছি। তাঁর প্রয়াণে ভারতীয় ক্রিকেট মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ICC-র চেয়ারম্যান জয় শাহ তাঁর সোশ্যাল মিডিয়ায় আইএস বিন্দ্রার মৃত্যুর সংবাদ শেয়ার করেন। এক্স-এ দেওয়া বার্তায় তিনি লেখেন, “প্রাক্তন বিসিসিআই সভাপতি এবং ভারতীয় ক্রিকেট প্রশাসনের এক শক্ত স্তম্ভ আইএস বিন্দ্রার প্রয়াণে গভীর সমবেদনা। তাঁর অবদান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ওম শান্তি।”

আইএস বিন্দ্রা ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতের ক্রিকেট প্রশাসন সামলেছেন। এই সময়ে তিনি ছিলেন BCCI-এর প্রেসিডেন্ট। এই সময়ে ভারতীয় ক্রিকেট প্রশাসনে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য ছিল। সংগঠক হিসেবে তাঁর দূরদৃষ্টি ও প্রশাসনিক দক্ষতা ক্রিকেট মহলে প্রশংসিত হয়।

BCCI-এর পাশাপাশি দীর্ঘদিন তিনি পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন (PCA)-এর সঙ্গেও যুক্ত ছিলেন। ১৯৭৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রায় ৩৬ বছর তিনি পিসিএ-এর সভাপতি ছিলেন। পাঞ্জাব ক্রিকেটের পরিকাঠামো গড়ে তোলা এবং রাজ্যের ক্রিকেটকে জাতীয় স্তরে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য।

তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০১৫ সালে মোহালির পিসিএ স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয় ‘আইএস বিন্দ্রা স্টেডিয়াম’। এই স্টেডিয়াম ভারতীয় ক্রিকেটের একাধিক স্মরণীয় ম্যাচের সাক্ষী এবং আজও তাঁর নাম বহন করে চলেছে।

আইএস বিন্দ্রার প্রয়াণে ভারতীয় ক্রিকেট এক অভিজ্ঞ ও প্রভাবশালী প্রশাসককে হারাল। তাঁর মৃত্যুতে বিভিন্ন ক্রিকেট সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিরা শোকপ্রকাশ করেছেন। ক্রিকেট প্রশাসনে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।