র্নিভয়ে নিবাচনের দায়িত্ব পালন করুন: ইলিয়াস হোসেন

‘সুষ্ট ও শান্তিপুর্ণ ভাবে নির্বাচন অনুষ্টান শেষ করার জন্য পাচঁ স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে’

রাউজান প্রতিনিধিঃ র্নিভয়ে নিবাচনের দায়িত্ব পালন করুন সুষ্ট ও শান্তিপুর্ণ ভাবে নির্বাচন অনুষ্টান শেষ করার জন্য পাচঁ স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্টানে সেনাবাহিনী, বর্ডার গার্ড, র‌্যব, পুলিশ আনসার বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবে । নির্বাচনী কর্মকর্তা ও সহকারী নির্বাচনী কর্মকর্তা, পোলিং অফিসার গন ভোট কেন্দ্রের মধ্যে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে জাতীকে একটি সুষ্ট নির্বাচন উপহার দেবেন । রাউজানের প্রতিটি ভোট কেন্দ্রে অস্ত্রধারী পুলিশ, আনসার বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন । ভোট কেন্দ্রে কোন ধরণের গোলযোগ হলে ৫ থেকে ১০ মিনিটের মধ্যে ষ্টাইকিং ফোর্সের সদস্যরা গোলযোগপুর্ণ ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে পরিস্থিতি মোকাবেলা করবে । ভোট কেন্দ্রের মধ্যে প্রিজাইডিং অফিসার ও দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ছাড়া আর কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেনা ।

ভোট কেন্দ্রের কক্ষে কোন পর্যবেক্ষক ও সাংবাদিক প্রবেশ করে ছবি তুলতে পারবেনা । ভোট কেন্দ্রের দৃশ্য ধারন করে সাংবাদিক বা কেউ লাইভ দেখাতে পারবেনা । ভোট কেন্দ্রের মধ্যে প্রিজাইডিং অফিসার কোন ধরনের সাক্ষাৎকার সাংবদিক ও পর্যবেক্ষকদের সাক্ষাৎকার দেওয়া যাবেনা । ২০ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে রাউজান বিশ^ বিদ্যালয় সরকারী কলেজ হলে নির্বাচনী কর্মকর্তা, সহকারী নির্বাচনী কর্মকর্তা ও পোলিং অফিসারদের প্রশিক্ষন কর্মশালায় চট্টগ্রাম জেলা প্রশাসক রিটানিং অফিসার ইলিয়াছ হোসেন তার বক্তব্যে একথা বলেন । রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মশালায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার মসিউদৌলা রেজা, রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি জানায়েদ কবির সোহাগ, রাউজান – রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, রাউজান উপজেলা নির্বাচন অফিসার অরুন উদয় চৌধুরী, রাউজান থানার ওসি কেপায়েত উল্ল্যাহ, রাউজান বিশ^ বিদ্যালয় সরকারী কলেজের সহকারী অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী ।