মির্জা ইমতিয়াজ শাওন: চট্টগ্রাম-৫ (হাটহাজারী–বায়েজিদ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউদ্দীনের হাতে মনোনয়নপত্র জমা দেন।
চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে তিনিই প্রথম মনোনয়নপত্র জমা দিলেন বলে জানিয়েছে বিভাগীয় কমিশনার কার্যালয়।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন,
“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেদিন দেশে আসার ঘোষণা দিয়েছেন, সেদিন থেকেই নির্বাচনী মাঠের অস্থিতিশীলতা অনেকটাই কেটে যেতে শুরু করে। আর যেদিন তিনি দেশে ফিরেছেন, সেদিন থেকেই সব ধরনের অনিশ্চয়তা দূর হয়েছে। দেশ এখন একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের দিকে এগোচ্ছে। আশা করছি, ১২ ফেব্রুয়ারি একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলের প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি ও আইন মেনে চলবেন। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, দলের কেন্দ্রীয় ইশতেহারের পাশাপাশি নির্বাচনী এলাকার স্থানীয় সমস্যা ও সম্ভাবনা বিবেচনায় নিয়ে আলাদা ইশতেহার দেওয়ার পরিকল্পনা রয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. হেদায়েত উল্যাহ জানান, জেলার ১৬টি আসনের মধ্যে বিএনপি ১৫টিতে প্রার্থী ঘোষণা করেছে। শনিবার সীতাকুণ্ড আসনে প্রার্থী পরিবর্তন করে কাজী সালাউদ্দিনের পরিবর্তে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়। ডবলমুরিং আসন থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সরিয়ে বন্দর-পতেঙ্গা আসনে প্রার্থী করা হয়েছে। ডবলমুরিং আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির প্রয়াত নেতা আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান। রোববার সকাল পর্যন্ত চট্টগ্রাম-১৪ আসনে প্রার্থী ঘোষণা হয়নি।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি এবং ২২ জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনী প্রচারণা, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।
চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে পাঁচটিতে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, ১০টিতে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং একটি আসনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী।











