মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩২

পূর্ব মেক্সিকোতে এক বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত এবং আরো ৩২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এই খবর জানিয়েছে, ভেরাক্রুজ রাজ্যের কর্তৃপক্ষ। দেশটির জোন্টেকোমাটলান শহরে দুর্ঘটনাটি ঘটে। বাসটি মেক্সিকো সিটি থেকে চিকোন্টেপেক গ্রামে যাচ্ছিল।

জোন্টেকোমাটলান মেয়রের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘এখন পর্যন্ত আমরা ৯ জন প্রাপ্তবয়স্ক এবং এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি।’ পৌরসভা আহত ৩২ জনের তালিকা এবং তাদের ভর্তি করা হাসপাতালের তালিকাও প্রকাশ করেছে।

মেক্সিকোতে বাস বা ট্রাক সম্পর্কিত মারাত্মক সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ। প্রায়শই দ্রুতগতি বা যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাগুলো ঘটে।

গত নভেম্বরের শেষের দিকে, পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিচোয়াকানে একই ধরনের দুর্ঘটনায় ১০ জন নিহত এবং ২০ জন আহত হয়েছিলেন।
সূত্র : ব্যারন’স