ফটিকছড়িতে বোরো ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

 ইউনুস মিয়া,ফটিকছড়িঃ উপজেলার নাজিরহাট খাদ্যগুদামে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল আরেফিন এর সভাপতিত্বে ধান কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ দেলোয়ার হোসেন, নাজিরহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন-অর-রশিদ প্রমুখ। শুরুতে ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ির এক কৃষক থেকে ৪০ আড়ি ধান সংগ্রহ করা হয়। ফটিকছড়িতে এবার বোরো ধান ৯ শত ৫ মেট্রিক, আতপ চাল ৯ শত ৫ মেট্রিক টন, সিদ্ধ চাল ৪ শত ৫১ মেট্রিক টন সংগ্রহ করা হবে। সোমবার থেকে শুরু হওয়া এ ধান সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।