বিভিন্ন নিয়ন্ত্রণ কক্ষ সমূহের নাম্বার

সুপার সাইক্লোন আম্পানের কারণে আবহাওয়া অফিস পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে। ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই জানমালের ক্ষতি কমাতে চট্টগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে।

এসব নিয়ন্ত্রণ কক্ষ থেকে সংশ্লিষ্টরা জানতে পারছেন বিভিন্ন তথ্য, উপাত্ত। নিতে পারছেন জরুরি সেবা। চট্টগ্রামের গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগের টেলিফোন নাম্বার তুলে ধরা হলো-

চট্টগ্রাম জেলা প্রশাসক

জেলা প্রশাসক কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর: ০৩১-৬১১৫৪৫, ০১৭০০ ৭১৬৬৯১।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)

সিএমপির দামপাড়া সদরদপ্তরে নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের মোবাইল নম্বর: ০১ ৪০০ ৪০০ ৪০০, ০১৮ ৮০ ৮০ ৮০ ৮০।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

আগ্রাবাদে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের নম্বর: ০৩১-৭১৬৩২৬, ০৩১-৭১৬৩২৭।

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)

চসিকের নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর: ০৩১-৬৩০৭৩৯, ০৩১-৬৩৩৬৪৯।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তিনটি নিয়ন্ত্রণ কক্ষ। নৌ বিভাগ (০৩১ ৭২৬৯১৬), পরিবহন বিভাগ (০৩১ ২৫১৭৭১১) ও সচিব বিভাগ (০১৭৫১ ৭১৩০৩৭)

জাহাজশূন্য বন্দর জেটি
বিধ্বংসী ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানলে ক্ষয়ক্ষতি কমাতে চট্টগ্রাম বন্দরের মূল জেটিগুলো জাহাজশূন্য করা হয়েছে। ‘বুম আপ’ করা হয়েছে ১৪টি গ্যান্ট্রি ক্রেনও। এর আগেই বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস বন্ধ হয়ে গেছে।