‘আবারও ক্ষমতায় এলে বুলেট ট্রেন চালু করা হবে’

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে আবার ক্ষমতায় আসলে বুলেট ট্রেন চালু করা হবে এমন ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের লালদীঘিতে আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীদের পরিচিতি জনসভায় বক্তব্যকালে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ চট্টগ্রামের সব প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে। চট্টগ্রাম থেকে কক্সবাজার হয়ে ঘুনধুম পর্যন্ত রেললাইনের কাজ শুরু করেছি। ঢাকা থেকে চট্টগ্রাম বুলেট ট্রেন চালু করা হবে যাতে দ্রুত মানুষ যাতায়াত করতে পারে।’

তিনি বলেন, ‘রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন করেছি। ঢাকা থেকে চট্টগ্রাম চারলেন রাস্তা করে দিয়েছি। চট্টগ্রামে প্রথম আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট করে দিয়েছিলাম। এয়ারপোর্টের উন্নয়ন করবো। শুধু চট্টগ্রাম মহানগর নয় পুরো চট্টগ্রামের ব্যাপক উন্নয়ন পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। পোর্টের উন্নয়ন কাজ করেছি। বে-টার্মিনাল নির্মাণের কাজ হাতে নিয়েছি। আর এসব উন্নয়নকাজ করতে হলে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে।’