হাটহাজারী মোমবাতি প্রতীকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে আরো দৃঢ়তা ও প্রত্যয় নিয়ে সব দলের প্রতি সমান আচরণ করার আহবান- আল্লামা এম এ মান্নান

চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজীদ আংশিক) সংসদীয় আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ নঈমুল ইসলামের মোমবাতি প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় আজ ১৯ ডিসেম্বর বুধবার সকালে হাটহাজারী বাসস্ট্যন্ডে জেবল বিল্ডিং এ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজীদ আংশিক) আসনের মোমবাতি প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ নঈমুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান। তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশের জনপ্রত্যাশা ক্রমেই ম্লান হচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় ক্ষমতাসীনদের দাপটে প্রতিদন্ধী প্রার্থীর নির্বাচনী প্রচার-প্রচারণায় বিঘœ ঘটছে। প্রার্থীর কর্মি সমর্থকদের মামলা-হামলার হুমকি দেয়া হচ্ছে। বিপরীতে অনেক মন্ত্রী, এমপি সরকারি প্রটোকল নিয়ে ভোট চাচ্ছে। এধরণের পরিবেশ কোনভাবেই কাম্য নয়। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড এখনো প্রতিষ্ঠা হয়নি। একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি নির্বাচন কমিশনকে আরো দৃঢ়তা ও প্রত্যয় নিয়ে সব দলের প্রতি সমান আচরণ করার আহবান জানান। তিনি আরো বলেন, হাটহাজারীতে জনবিচ্ছিন্ন এলিট শ্রেণির নেতা ও বার বার ওয়াদা ভঙ্গকারীর বিরুদ্ধে সাধারণ মানুষ একাট্টা হয়ে পরিবর্তনের লক্ষ্যে মোমবাতিতে ভোট দেয়ার প্রস্তুতি নিচ্ছে। কেন্দ্র দখল, ভোট ডাকাতি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মত ঘটনা না ঘটলে হাটহাজারীতে মোমবাতির বিজয় সুনিশ্চিত বলে তিনি মন্তব্য করেন। নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক সৈয়দ মুহাম্মদ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক আল্লামা সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দিন আল-আযহারী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সচিব অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ তৈয়ব আলী। চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াসিন হোসাইন হায়দারী, সহ-সাধারণ সম্পাদক এনামুল হক ছিদ্দিকী, রাঙ্গুনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আকতার হোসেন, মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম রেজভী, হাফেজ মাওলানা ইনুচ সিকদার, যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মাস্টার মুহাম্মদ ইসমাইল হোসেন, ছাত্রসেনা কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ শহীদ উল্লাহ্, ইসলামী ফ্রন্ট হাটহাজারী সহ-সভাপতি মুহাম্মদ মুনীরুর রহমান খসরু, পৌরসভা সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ হারুন সওদাগর, মুহাম্মদ সেকান্দর মিয়া, মাওলানা কামাল পাশা চৌধুরী, সৈয়দ মাওলানা জিয়াউর হক, মাওলানা মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ কাজী আমান, মুহাম্মদ আবু তালেব আলকাদেরী, মুহাম্মদ আনোয়ার হোসাইন বাবুল , মাওলানা আইয়্যুব আলী, মাওলানা মুহাম্মদ নূরুল আমিন হোসাইনী, যুবনেতা এম ছগীর আহমদ, মাওলানা সিরাজুল ইসলাম রেজভী, মুহাম্মদ মামুনুর রশিদ জাবের, ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, চবি সভাপতি মুহাম্মদ ইদ্রীস, মুহাম্মদ জানে আলম সুমন, মুহাম্মদ নেজাম উদ্দিন, মুহাম্মদ ফরিদুল আলম, মুহাম্মদ নাছির উদ্দিন রুবেল, হাফেজ তাজুল ইসলাম, মুহাম্মদ ইব্রাহীম, মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ শফিউল আলম, মুহাম্মদ সাহেদুল আলম, এইচ এম নাঈম উদ্দিন, মুহাম্মদ আব্দুল মজিদ, মুহাম্মদ আলা উদ্দিন, মুহাম্মদ হাসান রেযা, মুহাম্মদ মহি উদ্দিন, মুহাম্মদ সাজ্জাদুল হক আরফান, মুহাম্মদ ফয়সাল হোসেন জনি, মুহাম্মদ আরিফ হোসেন আজাদ, মুহাম্মদ সুমনসহ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার অসংখ্য নেতৃবৃন্দ।