টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নির আহম্মদ ওরফে মনির আহমদ (৪৮)-কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র সঙ্গীয় ফোর্সসহ হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত নির আহম্মদ ওরফে মনির আহমদ হ্নীলা পশ্চিম সিকদার পাড়া এলাকার মৃত আবুল হাসেমের ছেলে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, গ্রেফতারকৃত ব্যক্তি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের জিআর ৭৫/২১ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।