খুরুশকুল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন মো. নাছির উদ্দিন

কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীর্ঘদিন ধরে পলাতক থাকায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হয়েছেন মো. নাছির উদ্দিন।

২৩ মার্চ জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে তাকে এ দায়িত্ব প্রদান করেন। একই আদেশে মো. নাছির উদ্দিনকে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাও অর্পণ করা হয়েছে।

মো. নাছির উদ্দিন ৮ নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান-১।

খুরুশকুল ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহজাহান সিদ্দিকী মামলার আসামি হওয়ায় দীর্ঘ সময় ইউনিয়ন পরিষদে অনুপস্থিত রয়েছেন। যে কারণে ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা ও জনসেবায় বিঘ্ন ঘটছে। সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হচ্ছে জনগণ। এসব বিষয় জানিয়ে জেলা প্রশাসক বরাবর পত্র প্রেরণ করেন উপজেলা নির্বাহী অফিসার।

এই পত্রের প্রেক্ষিতে সদর সহকারী কমিশনার (ভূমি)কে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়। তাতেও হয়রানি কমেনি। বরং বেড়েছে ভোগান্তি। সেবা নিতে গিয়ে আমলকান্তিক জটিলতা ও দীর্ঘ সূত্রিতায় পড়ে যায় সাধারণ মানুষ। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের আবেদনের প্রেক্ষিতে জনস্বার্থ বিবেচনায় ইউনিয়নের পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরো সুষ্ঠ ও কার্যকরভাবে পরিচালনার জন্য প্রশাসকের পরিবর্তে মোঃ নাছির উদ্দিনকে আর্থিক ও প্রশাসনিক দায়িত্বসহ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ক্ষমতা অর্পণ করেন জেলা প্রশাসক।

তার আগে মোঃ নাছির উদ্দিনকে দায়িত্ব প্রদানের পক্ষে ইউনিয়ন পরিষদের অধিকাংশ সদস্য লিখিত মতামত প্রেরণ করেছিলেন।