উখিয়ায় গহীন বনাঞ্চলে চাকমার টঙঘর হতে অবৈধ অস্ত্র উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় গহীন বনাঞ্চলে চাকমার টঙঘর হতে এক নলা একটি অবৈধ বন্দুক উদ্ধার করেছে বন বিভাগ।

মঙ্গলবার ( ১৮ মার্চ) দুপুরে উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ইনানী ছোট খালের মৌলভী কুমের ছরায় বন বিভাগ এ অভিযান পরিচালনা করে।

উখিয়া রেঞ্জে দায়িত্ব প্রাপ্ত সহকারী বন সংরক্ষক মোঃ শাহিনুর ইসলাম শাহীন অভিযানের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইনানী জুম ছুড়ি নামক এলাকার অদূরে গহিন অরণ্যে এক চাকমা উপজাতির আস্তানায় অভিযান চালিয়ে একটি এক নালা অবৈধ অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়ে।

এ প্রসঙ্গে উখিয়া সদর বিট কর্মকর্তা আব্দুল মান্নান জানান, গত ১৪ মার্চ বৃহস্পতিবার ওই এলাকায় একটি বন্য হাতির মৃত্যু ঘটে। মৃত্যুর সময় হাতিটির রক্ত বুমি হয় এবং ময়নাতদন্ত কালে শরীর থেকে গুলির সাদৃশ্য তিনটি সীসা উদ্ধার করে। হাতির মৃত্যুর অনুসন্ধান করতে গিয়ে বন বিভাগের একটি দল গহীন বনে উত্তম চাকমার টংঘর থেকে এক নলা বন্দুক উদ্ধার করে । হাতি হত্যাকান্ডে এই অবৈধ অস্ত্রটি ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন বন বিভাগ।

এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন উখিয়া রেন্জ কর্মকর্তা কর্মকর্তা শাহিনুল ইসলাম শাহিন।