চট্টগ্রামের জুয়েলারী ব্যাবসায়ীদের প্রণোদনার দাবি

বাংলাদেশ জুয়েলার্স সমিতি এই করোনা মহামারী দূর্যোগে জুয়েলারি সেক্টরে ভয়াবহ পরিরিস্থিতিতে চট্টগ্রামের স্বর্ণ ব্যাবসায়ীদের রক্ষার্থে আগামী ৬ মাস সকল জুয়েলারি  দোকানের সিটি কর্পোরেশন ট্যাক্স, ট্রেড, ডিলিংস সহ সকল ভ্যাট মওকুফ ও চট্টগ্রামে ৫০০০ স্বর্ণের দোকানের বিপরীতে  ১৫০০০ হাজারের অধিক কর্মচারী, ১২০০০ হাজার স্বর্ণশিল্পী জিবিকা নির্বাহ করে। গত আয়কর স্বর্ণ মেলায় শুধু চট্টগ্রামে প্রথম দিনে ৯৪ হাজার ভরি, দ্বিতীয় দিনে ৪৮ হাজার, তৃতীয় দিনে ২৩০০০ হাজার ভরি স্বর্ণের  আয়কর পরিশোধ করে। করোনায় জুয়েলারী ব্যাবসায়ীদের এ বিশাল ক্ষতির মুখে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জুয়েলারী ব্যাবসায়ী নেতৃবৃন্দ চট্টগ্রামের জুয়েলারী ব্যাবসায়ীদের রক্ষার্থে  প্রণোদনার ব্যবস্থা করার জন্য আবেদন জানিয়েছেন। এখন পর্যন্ত জুয়েলারী কর্মচারী ও স্বর্ণশিল্পীদের সরকারের পক্ষ থেকে কোন ত্রাণ সহায়তা করা হয় নাই। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাজুস চট্টগ্রাম শাখার সভাপতি বাবু মৃনাল কান্তি ধর, সহ সভাপতি প্রনব সাহা, সিদুল কান্তি ধর, বিপ্লব বসাক, প্রতাপ ধর, যীশু বনিক, প্রদীপ গুহ, হারাধন মহাজন,  হাজী
নুরুল হক, হাজী আজিজ উল্লাহ, অমিত ধর, ত্রিদীব ধর, রাজীব ধর তমাল, দীলিপ ধর, রুবেল ধর, বরুণ হাজারী, খোকন ধর, রাজেন্দ্র প্রসাদ রায়, কাজল বনিক, মিন্টু ধর, নারায়ন কর্মকার, সুকুমার ধর সহ প্রমূখ নেতৃবৃন্দ।