নামিবিয়ার প্রেসিডেন্ট মন্ত্রী ও এমপিদের ৫ বছর গাড়ি ব্যবহার নিষিদ্ধ

করোনাভাইরাসের কারণে সৃষ্ট আর্থিক সংকট মোকাবেলা করতে নামিবিয়ার সরকারের প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি, সব আমলা ও সরকারি কর্মকর্তাদের নতুন গাড়ি ক্রয় ও পুরাতন গাড়ি ব্যবহারের ওপর ৫ বছরের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

দেশটির রাষ্ট্রপতি আগামী পাঁচ বছরের জন্য এ নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছেন, যাতে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জন্য তহবিল সংগ্রহ করা যায়। প্রেসিডেন্টের মুখপাত্র আলফ্রেডো হেনগরী এক বিবৃতিতে ঘোষণা করেছেন, রাষ্ট্রপতি হেজে জিংবব নির্দেশ দিয়েছেন যে, ২০২০-২০২৫ সাল সময়ের মধ্যে নামিবিয়ার সরকারের প্রেসিডেন্ট থেকে শুরু করে কোনো মন্ত্রী,এমপি ও সরকারি কর্মকর্তা যানবাহন ব্যবহার ও নতুন যানবাহন ক্রয় করতে পারবে না।

এই ৫ বছরের যানবাহনের খরচ সাশ্রয় করে করোনা আক্রান্ত রোগীদের তহবিল গঠন করা হবে। তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে, যা অগ্রাধিকারভিত্তিতে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তায় খরচ করা হবে।