বোয়ালখালীতে আগুনে পুড়লো ৫ বসতঘর

চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়েছে পাঁচ বসতঘর।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আনোয়ার ডাক্তারের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, আগুনে আবদুস শুকুরের সেমিপাকা ঘর, শেখ জাফর উল্লাহর টিনশেট ঘর, মোহসেন আলীর সেমিপাকা ঘর, শেখ শহীদের সেমিপাকা ঘর ও হোসেনের পাকাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ফিরোজ খান বলেন, আগুনে তিন বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে এবং দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।