টেকনাফে অভিযানে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক

কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) ভোরে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি নুর মোহাম্মদ, টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়ার বাসিন্দা জাফর হোসাইনের ছেলে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার এসআই মাসুম ফরহাদ ও এএসআই মানস বড়ুয়ার নেতৃত্বে একটি টিম পৌরসভার পুরাতন পল্লানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জিআর ৮০৬/১৮ মামলায় ১৫ বছরের সশ্রম কারাদণ্ড, ১৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি নুর মোহাম্মদকে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।