কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, সাত রাউন্ড তাজা গোলাসহ তিনজনকে আটক করেছে নৌবাহিনী ও পুলিশ। এ সময় নরসিংদী জেলার অপহরণের শিকার এক যুবককে উদ্ধার করা হয়।
আটকরা হলেন, টেকনাফের হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের মৃত আবুল কাসেমের ছেলে হেলাল উদ্দিন (৪৬), একই এলাকার নাজির হোসেনের ছেলে আলতাস (৪৫) ও ইকরামের ছেলে মুজিব (৪২)।
উদ্ধার যুবক, নরসিংদী মনোহরদি চন্দনবাড়ি আরমান মিয়ার ছেলে আরেফুল ইসলাম শুভ (২৫)।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ৭ মার্চ দিবাগত রাতে টেকনাফের হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের বালুখালী নামক স্থানে যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ। অভিযানকালে অপহরণ চক্রের মূল হোতা এবং মাদক ও অস্ত্র কারবারি হেলাল উদ্দিনকে তার দুই সহযোগীসহ আটক করা হয়। এ সময় তার বাসা থেকে অপহরণের শিকার নরসিংদীর মনোহরদি উপজেলার বাসিন্দা আরেফুল ইসলাম শুভ নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। অপহরণের শিকার ব্যক্তি গত ৩ মার্চ নরসিংদী থেকে কাজের সন্ধানে টেকনাফ বাসিন্দা মুজিবের নিকট আসলে মুজিব তাকে কাজ না দিয়ে হেলাল উদ্দিনের আস্তানায় একটি ঘরে তালাবদ্ধ করে রাখে।
চক্রটি অপহৃত ব্যক্তির পরিবারের কাছে ২ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে বলে জানা যায়। এদিকে আটক হেলালের বাড়ি তল্লাশি করে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৪ টি আগ্নেয়াস্ত্র ৭ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, অপহরণ, মাদক, চোরাচালানসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।