রাউজানে অস্ত্রসহ যুবদলের দুই নেতা আটক

শফিউল আলম, রাউজান ঃ চট্টগ্রামে রাউজানের বাগোয়ান ইউনিয়নে অস্ত্রসহ যুবদলের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে বাগোয়ান ইউনিয়নের গরিবউল্লাহ পাড়ার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া দু যুবদল নেতা হলেন, ওই ইউনিয়নের বাসিন্দা আরাফাত মামুন (৪৮) এবং বিপ্লব বড়ুয়া (৩৫)। পুলিশ জানায়, আরাফাত মামুন এলাকায় যুবদলের নেতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে চাঁদাবাজি, দলের প্রতিপক্ষের নেতা-কর্মীদের ওপর গুলি-হামলাসহ বিভিন্ন অভিযোগে অন্তত ৭টি মামলা রয়েছে। অন্যদিকে বিপ্লব বড়ুয়াও একই দলের রাজনীতিতে সক্রিয়।

আরাফাত মামুনের অন্যতম সহযোগী হিসেবে এলাকায় তার পরিচিতি রয়েছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, দুজনের কাছ থেকে অস্ত্র পাওয়া গেছে। থানার হেফাজতে আছে তারা এবং তাদের নিয়ে অভিযান চলছে। জেলা পুলিশের মিডিয়া সেল থেকে বিস্তারিত জানানো হবে।