মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই ১০টি বসতঘর

চট্টগ্রামের মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (৪ মার্চ) রাত ৮টায় উপজেলা মায়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সৈদালী এলাকার আনোয়ার মাস্টার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থানীয়রা ও মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসলেও ততক্ষণে ৪ পরিবারের সবকিছু পুড়ে প্রায় ৭০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হলো আনোয়ার মাস্টার বাড়ির আনোয়ার মাস্টারের ছেলে খোরশেদ আলম দুলাল, মো. বেলাল, মো. হেলাল ও মো. জাফর।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ইরান জানায়, আমি রাত ৮টার সময় যাওয়ার পথে কোনো আগুন দেখিনি। পরবর্তীতে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলতেছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ খোরশেদ আলম দুলাল জানান, আমার স্ত্রী ডাক্তার দেখাতে হাসপাতালে ছিল। আমি দোকানে ছিলাম। স্থানীয়দের মাধ্যমে শুনতে পেয়ে বাড়িতে এসে দেখি আগুনে আমাদের ৪ ভাইয়ের বসতঘর ও রান্না ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার নগদ ১ লাখ টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। কিভাবে আগুন লেগেছে তা আল্লাহ ভালো জানেন।

তিনি আরও বলেন, আগুনে সবকিছু পুড়ে আমরা ৪ ভাই নিঃস্ব হয়ে গেছি। পরনের কাপড় ছাড়া কোনো কিছু রক্ষা করতে পারি নাই।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার মো. সোহানুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে পুরো পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন।