ঈদগাঁওয়ে লাশবাহী গাড়িতে ডাকাতি: টাকা-মোবাইল ফোন লুট

সেলিম উদ্দীন, ঈদগাঁও: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও উপজেলার নাপিতখালী সাইনবোর্ড এলাকায় লাশবাহী ইজিবাইকের সাথে থাকা আত্মীয়স্বজনের গাড়িতে ডাকাতি এবং নগদ টাকা মোবাইল ফোন লুটের ঘটনা ঘটেছে।

সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের পুর্বনাপিতখালী সাইনবোর্ড নামক এলাকার মাঝামাঝি স্থানে ঘটনাটি ঘটে।

জানা যায়- ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড লম্বাশিয়া সবুজছায়াপাড়ার মুজাহিদের শিশু কে ঈদগাঁওয়ে হাসপাতালে নেয়ার পথে মারা যান। এরপর মৃত লাশ নিয়ে ইজিবাইক করে ঈদগাঁও থেকে ইসলামপুর নতুন অফিসের পথে ফিরছিলেন মৃত শিশুও তার স্বজনরা। এমন সময় মহাসড়কের পুর্ব নাপিতখালী সাইনবোর্ড এলাকার মাঝামাঝি স্থানে ডাকাত দল জিটু গাড়ি দিয়ে ইজিবাইক গাড়িটিকে আটকায়। পরে মৃত শিশুর সাথে থাকা ২/৩ জনের মোবাইল ফোন, নগদ টাকা এবং মেয়েদের ব্যাগ ছিনিয়ে নেয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মসিউর রহমান বলেন- এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে জিডি করা হয়েছে এবং ডাকাত দলের সদস্যদের চিহ্নিত করার চেষ্টাও চলছে।