বোয়ালখালীতে গরুর মাংসের দাম বেশি নেওয়ায় বিক্রেতাকে অর্থদণ্ড

চট্টগ্রামের বোয়ালখালীতে গরুর মাংসের দাম বেশি নেওয়ায় এক বিক্রেতাকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া পৌর সদরের যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৩ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ।

সম্মিলিত এ অভিযানে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার, বোয়ালখালী সেনা ক্যাম্পের সদস্যরা ও পুলিশের একটি টিম।

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রহমত উল্লাহ বলেন, পৌর সদরের যানজট নিরসনে উপজেলা প্রশাসন সম্মিলিতভাবে অভিযান পরিচালনা করেছে। এতে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে বসা ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে ব্যবসায়ীদের ও ক্রেতা সাধারণকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানানো হয়। এছাড়া সড়ক যানজটমুক্ত রাখতে যত্রতত্র পার্কিং না করার জন্য চালকদের বলা হয়েছে।

এ সময় বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বেশি দামে গরুর মাংস বিক্রি করায় ও ৪টি পৃথক মামলায় ৪ জনকে ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।