মোঃ নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই (রাঙামাটি): কাপ্তাই উপজেলায় বাজার নিয়ন্ত্রণ সহনীয় পর্যায় রাখতে মোবাইল কোর্টের মাধ্যমে সতর্ক করলেন ইউএনও।
সোমবার (৩ মার্চ) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় তিনি এই সতর্ক করেন।
তিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য, দোকানে মূল্য তালিকা হালনাগাদ করন, ব্যবসায়ীদের দ্রব্যের ভাউচার সংরক্ষণ এবং জিনিস পত্রের দাম সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের নিদর্শনা প্রদান করেন। কোন ব্যবসায়ী কর্তৃক যদি নিয়ম না মেনে অতিরিক্ত দামে পণ্য বিক্রয়ের অভিযোগ পাওয়া যায়, তাহলে আইনি ব্যবস্থা নেয়া হবে। ভ্রাম্যমাণ আদালতের প্রথম দিনে কাউকে কোন জরিমানা না করে সর্তক করে দেয়া হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট চাল, ডাল, তেল, ছোলা, মুড়ি দোকান, ফলের দোকান, সবজি কাঁচামালের দোকান ও মুরগীর দোকান মনিটরিং করেন। এসময় কাপ্তাই সহকারী ভূমি কমিশনার স্বরূপ মুহুরী ও বাজার অনুসন্ধানকারী অজয় বড়ুয়া উপস্থিত ছিলেন।