‘আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তৃণমূলের নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা’

অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনের লক্ষ্যে খাগড়াছড়িতে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে তৃণমূল পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ মার্চ) সকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মিলায়তনে এ কর্মশালা হয়।

কর্মশালায় জাতীয় মহিলা সংস্থা মাটিরাঙ্গা উপজেলা কর্মকর্তা পরিমল ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মনজুর আলম বলেন, নারীরা ঘরে বসে না থেকে নিজ নিজ উদ্যোগে সাবলম্বী হবে। নারীদেরকে অর্থনৈতিকভাবে সাবলম্বী হতে হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তৃণমূলের নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা।

এ সময় তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তা বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা আশা ত্রিপুরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিউটিফিকেশন,ফ্যাশন ডিজাইনসহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩০০জন প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়।