কক্সবাজারের টেকনাফের সকল বোট মালিক সমিতির সঙ্গে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত করেছে কোস্ট গার্ড।
এরই ধারাবাহিকতায় রবিবার (২ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কোস্ট গার্ড পূর্ব জোনের উদ্যোগে টেকনাফ উপজেলায় সকল বোট মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও ইজারাদারদের নিয়ে একটি জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় টেকনাফ নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, র্যাব, বিজিবি, মৎস্য ও জেলে সমিতির সভাপতি ও সেক্রেটারি এবং বিভিন্ন ঘাটের ইজারাদারসহ মোট ৩২ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আলোচনাকালে বোট ও ট্রলার মালিকদের মিয়ানমারের জলসীমা পরিহার করে বাংলাদেশের জলসীমা ব্যবহার করে সমুদ্রে যাতায়াত করা, মিয়ানমারের জলসীমায় মাছ না ধরা এবং বরাদ্দকৃত সময় (সকাল ৮টা থেকে বিকাল ৪টা) ছাড়া নাফ নদীতে মাছ না ধরার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়াও, সম্প্রতি মিয়ানমারের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার সময় আরাকান আর্মি কর্তৃক বাংলাদেশি জেলেদের আটকের মতো ঘটনা এড়াতে কোস্ট গার্ড নিয়মিত জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও প্রচারণা চালিয়ে যাচ্ছে।
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে কোস্ট গার্ডের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।