কক্সবাজারে বিভিন্ন অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

রমজান মাসে কক্সবাজারে নিত্য পণ্যের মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানকালে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

রোববার (২ মার্চ) সন্ধ্যায় শহরের লিংকরোড বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন চৌধুরী। অভিযান পরিচালনায় সহায়তা করেন র‌্যাব-১৫ ও ভোক্তা অধিকার অধিদফতর।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ.ম ফারুক।

তিনি জানান, রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি যারা দ্রব্য মূল বাড়ানোর চেষ্টা করবেন তাদের আইনের আওতায় আনার জন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

তিনি আরও জানান, তথ্যের ভিত্তিতে আজ রোববার সন্ধ্যায় লিংকরোড় বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মেসার্স মোস্তফা অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী বাদশা মিয়াকে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন জানান, কক্সবাজার সদরের লিংক রোড এলাকায় দ্রব্যমূল্য ও বিভিন্ন পণ্যের বাজার দর স্বাভাবিক রাখার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়েছে।