চবি’তে ২০ দিনব্যাপী ‘দারসুল কুরআন ও গণ-ইফতার মাহফিল’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে এর আগে একসঙ্গে এত মানুষ কখনও ইফতার করেছে কিনা কে জানে! প্রায় দুই হাজার ছাত্রের সমাবেশ। একদিকে ইফতারের থালা প্রস্তুত হচ্ছে, অন্যদিকে ধৈর্যের সঙ্গে সারিবদ্ধভাবে বসে দারসুল কুরআন (কুরআনের আলোচনা) শুনছেন তারা। নেই কারও একটুও বিরক্তির ছাপ।

রোববার (২ মার্চ) প্রথম রোজার দিন আসরের নামাজের পর চবির কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এভাবেই ২০ দিনব্যাপী ‘দারসুল কুরআন ও গণ-ইফতার মাহফিল’-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন করেছে মিনার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

এ দিন আসর নামাজের পর থেকে ‘দারসুল কুরআন’ পর্বে ‘তাকওয়ার সামগ্রিক রূপরেখা’ বিষয়ের ওপর বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক ও মিনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. আ ক ম আব্দুল কাদের।

গণ-ইফতার কার্যক্রম সম্পর্কে মিনার সহ-সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘আলহামদুলিল্লাহ, প্রথম দিনের মতো আমরা আমাদের গণ-ইফতার কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি। যদিও আমাদের লক্ষ্যের চেয়েও বেশি মানুষ উপস্থিত হয়েছেন। যার কারণে আজ পর্যাপ্ত ইফতার ব্যবস্থা করতে পারিনি। এটার জন্য আমরা সবার কাছে দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ, আগামী দিনগুলোতে আমরা পর্যাপ্ত ইফতারের ব্যবস্থা রাখার চেষ্টা করবো।’