গ্র্যামি মনোনীত আরএন্ডবি গায়িকা অ্যাঞ্জি স্টোন মারা গেছেন।
শনিবার (১ মার্চ) একটি ১৮ চাকা ট্রাকের সাথে তার গাড়ির সংঘর্ষে তিনি নিহত হন। তার বয়স ছিল ৬৩ বছর।
তার মেয়ে লাদি ডায়মন্ড ফেসবুকে এই মর্মান্তিক খবর নিশ্চিত করে লিখেছেন, ‘আমার মা চলে গেছে।’
১৯৬১ সালের ১৮ ডিসেম্বরে দক্ষিণ ক্যারোলিনার কলম্বিয়ায় জন্মগ্রহণ করেন অ্যাঞ্জেলা ল্যাভার্ন ব্রাউন। পরবর্তীতে তিনি গান করতে এসে অ্যাঞ্জি স্টোন নামে প্রতিষ্ঠা পান। ১৯৭০ এর দশকের শেষের দিকে ‘দ্য সিকুয়েন্স’ গ্রুপের সদস্য হিসেবে তার সংগীত ক্যারিয়ার শুরু হয়। এই গ্রুপটি প্রথম নারী হিপ-হপ গ্রুপগুলোর মধ্যে অন্যতম। তাদের ১৯৭৯ সালের গান ‘ফাঙ্ক ইউ আপ’ এখনো একটি ক্লাসিক হিসেবে বিবেচিত হয়।
১৯৯০ এর দশকে স্টোন আরএন্ডবি সংগীতে প্রবেশ করেন। প্রথমে ভার্টিক্যাল হোল্ড গ্রুপের সঙ্গে, এরপর সলো শিল্পী হিসেবে কাজ করেন। ১৯৯৯ সালে তার প্রথম সলো অ্যালবাম ‘ব্ল্যাক ডায়মণ্ড’ মুক্তি পায়। যার মধ্যে ছিল ‘নো মোর রেইন’ গানটি তুমুল জনপ্রিয় হয়। ২০০১ সালে ‘ম্যাহগনি সোল’ অ্যালবামটি প্রকাশিত হয়। সেখানে অ্যাঞ্জির কণ্ঠে জনপ্রিয়তা পায় ‘উইশ আই ডিড’ন্ট মিস ইউ’।
অ্যাঞ্জি স্টোন ছিলেন একজন সফল গান লেখকও। তিনি ডি’এঞ্জেলো, আলিসিয়া কিজ এবং লেনি ক্রাভিটজের মতো শিল্পীদের সঙ্গে কাজ করেছেন। তার সংগীত কর্মজীবনে তিনটি গ্র্যামি মনোনয়ন পেয়েছেন তিনি।
সঙ্গীত ক্যারিয়ারের বাইরে, স্টোন সিনেমাতে অভিনয়ও করেছেন। ২০০৩ সালে ব্রডওয়ে মিউজিক্যাল ‘শিকাগো’তে অভিষেক করেন। তিনি কিছু রিয়েলিটি টিভি শোতে উপস্থিত হয়েও নজর কেড়েছিলেন।