৯৪ ব্যাচ কক্সবাজারের ইফতার মাহফিল ১৪ মার্চ

সেলিম উদ্দীন, ঈদগাঁও: ৯৪ ব্যাচ কক্সবাজারের এক সাধারন সভা ২৮ ফেব্রুয়ারী (শুক্রবার) নবনির্বাচিত সভাপতি ইকবাল গনি সিদ্দিকীর সভাপতিত্বে সম্পন্ন হয়েছে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মহিবুর রহমান মুহিবের সঞ্চালনায় স্থানীয় একটি হোটেলে আয়োজিত
সাধারণ সভায় রামুর বন্ধু প্রফেসর কাসেম, মহেশখালীর বিশিষ্ট ব্যাংকার শামসু, আনোয়ার পাশা, খুরুশকুলের বন্ধু শাহআলম সিদ্দিকী, মোঃ আলী কক্সবাজারের বন্ধু স্বপন দাস, শেখ মুজিবুল্লাহ শাহীন, মো: আলমগীর, আবু ছাবের, চৌফলন্ডীর আবসার কামাল,পরিতোষ বড়ুয়া, জাহেদুল ইসলাম, মো: গিয়াস উদদীন,মোজাম্মেল হক বকুল, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, অর্থ সম্পাদক ফখর উদ্দিন ছোবহান, দপ্তর সম্পাদক এড. দিলিপ রুদ্র ও প্রচার সম্পাদক হাবিবুল্লাহ হাবিব আলোচনায় অংশ নেন।

সভায় উন্মুক্ত আলোচনা-পর্যালোচনা শেষে ৯৪ ব্যাচ কক্সবাজারকে জেলার সকল বন্ধু দের প্লাটফর্ম হিসেবে অখ্যায়িত করতঃ নবনির্বাচিত কমিটিকে পূর্নাঙ্গ করে সাংগঠনিক ভাবে আরও বেগবান করার জন্য বেশকটি সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তৎমধ্যে নবনির্বাচিত কার্যকরী কমিটি ২০২৫-২৬ সেশনে পূর্নাঙ্গ করে উপজেলার বন্ধুদের অংশগ্রহণ নিশ্চিত করন। ৯৪ ব্যাচ কক্সবাজার এর ফেসবুক পেইজ এর এডমিন প্যানেল উপজেলা ভিত্তিক প্রতিনিধিদের অন্তর্ভুক্তকরন এবং পবিত্র মাহে রমজান ইফতার মাহফিল আগামী ১৪ মার্চ শুক্রবার উপল রেস্তোরাঁয় অনুষ্ঠিত হবে।

সভায় নবনির্বাচিত কার্যকরী কমিটি ২০২৫-২৬ কে সম্মিলিত ভাবে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানান এবং সকলের সম্মিলিত এই প্লাটফর্ম কে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।