পেকুয়ায় অপহৃত ২ জন উদ্ধারসহ ৩ জন অপহরণকারী আটক

কক্সবাজারের পেকুয়ায় অপহৃত দুইজনকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিন অপহরণকারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা আব্দুল হামিদ সিকদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে পেকুয়া চৌমুহনী থেকে সিএনজি চালক মো. ইমরান যাত্রী নিয়ে চকরিয়া যাচ্ছিলেন। পেকুয়ার চড়াপাড়া এলাকায় পৌঁছালে অজ্ঞাত সন্ত্রাসীরা সিএনজির গতিরোধ করে চালকসহ এক যাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অপহরণকারীরা ইমরানের ভাই মোহাম্মদ এহসানের মোবাইল নম্বরে ফোন দিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ভাইকে উদ্ধারের জন্য এহসান প্রথমে ৫০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করেন। এরপর আরও টাকা দাবি করলে তিনি পেকুয়া থানায় অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ মোবাইল লোকেশন শনাক্ত করে অভিযান চালিয়ে অপহরণকারীদের আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন—উত্তর মেহেরনামা চড়াপাড়া এলাকার মো. জুবায়ের, আব্দুল হামিদ সিকদার পাড়ার মো. শাহাব উদ্দিন ও মাতবর পাড়ার মোহাম্মদ কায়সার। অপহরণকারীদের কবল থেকে বাঁশখালী উপজেলার খুফিয়া ডোংরা এলাকার সিএনজি চালক মো. ইমরান এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের শামসুল আলমকে উদ্ধার করা হয়।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দূর্জয় বিশ্বাস জানিয়েছেন, অপহরণের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং ভুক্তভোগীদের উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।