রিকশা, ব্যাটারি রিকশা ও ইজিবাইক সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা শাখার এক মানববন্ধন ও প্রতিনিধি সমাবেশ বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় নগরীর প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। সংগ্রাম পরিষদের জেলা সভাপতি আল কাদেরী জয়ের সভাপতিত্বে ও সদস্য আহমদ জসীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদস্য সচিব মনির হোসেন, পতেঙ্গা থানা শাখার সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, জেলা শাখার সদস্য মোহাম্মদ মাসুদ,নাজিম উদ্দিন বাপ্পী, মোহাম্মদ হাসেম, মনির উদ্দিন, মোহাম্মদ নুর মোহাম্মদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক আকরাম হোসেন, ছাত্র ফ্রন্ট নগর সভাপতি মিরাজ উদ্দিনসহ নগরীর বিভিন্ন ওয়ার্ডের সংগ্রাম পরিষদের প্রতিনিধিরা এই সমাবেশে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, চট্টগ্রাম নগরীতে ইজিবাইক ও ব্যাটারিচালিত যানবাহন ১০ দিন ধরে জব্দ করা এবং ২৫০০ টাকা জরিমানার এই বিধান সারা বাংলদেশে কোথাও নেই। এটা একটা জুলুম এবং এর মাধ্যমে পুলিশ ও ট্রাফিক প্রশাসন এক চরম স্বেচ্ছাচারের পরিচয় দিয়ে আসছে।গত ৩০ জানুয়ারি ‘২৫ উক্ত দাবিসংবলিত বক্তব্য মাননীয় উপ পুলিশ কমিশনার (দক্ষিণ ও বন্দর) মহোদয় বরাবরে স্মারকলিপি আকারে পেশ করি। বিশাল শ্রমিক জমায়েতের সামনে সেদিন মাননীয় উপ পুলিশ কমিশনার আমাদের দাবিসমূহ মাননীয় পুলিশ কমিশনার মহোদয়কে জানাবেন বলে আশ্বস্ত করেন।আমরা তার সেদিনের অবস্থানকে যেমন সম্মান করি তেমনি এর মাধ্যমে আমাদের দাবির যৌক্তিকতাও ফুটে উঠে। আমরা প্রত্যাশা করেছিলাম সংগ্রাম পরিষদের এই যৌক্তিক দাবীসমূহ অবিলম্বে পূরণ করা হবে এবং প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।কিন্তু দুঃখজনক হলেও সত্যি ব্যাটারিচালিত যানবাহনের উপর প্রশাসনের এই জুলুম-নির্যাতন এখনো বন্ধ হয় নি।এ প্রেক্ষিতে যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ না হয় ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো এবং ভবিষ্যতে আরো কঠোর ও বৃহত্তর আন্দোলনের কথা ঘোষণা করছি।”
সমাবেশে অবিলম্বে এই ধরনের অযাচিত জরিমানা বন্ধ ও গাড়ি আটকে রাখার বিধান বাতিল করে নগরীর পরিবহনের শৃঙ্খলা তৈরিতে সকলের সাথে আলোচনা করার আহবান জানানো হয়।