চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির আহবায়ক বেলায়েত হোসেন বুলু বলেন, বিগত দিনগুলোতে আমরা রাজপথে রক্ত দিয়েছি, জেলে গিয়েছি। আন্দোলন সংগ্রামে আমাদের অনেক সহযোদ্ধা প্রাণ হারিয়েছেন। অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। নেতাকর্মীরা দীর্ঘ ষোল বছর ফ্যাসিস্ট হায়েনা সরকারের বিরুদ্ধে লড়াই করতে করতে জ্বলে-পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। সুতরাং দীর্ঘ সময়ের আন্দোলন-সংগ্রামের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে। পরীক্ষিত ও পরিশ্রমী নেতাকর্মীদের দিয়েই আগামীতে কমিটিগুলো সাজানো হবে।
তিনি আরও বলেন, বিএনপিকে ভাঙতে আওয়ামী লীগ অনেক অপচেষ্টা করেছে। বিএনপিকে ধ্বংস করতে গিয়ে তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে। কারণ আওয়ামী লীগ একটি অগণতান্ত্রিক দল। তাদের সাথে জনগণের কোন সম্পর্ক ছিলনা। জনগণের দল হিসেবে বিএনপির নেতাকর্মীরা জনগণের সাথে ছিল, আগামীতেও থাকবে। দেশের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়েই আমরা রাজনীতি করি। আমরা যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারি তাহলে জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে পারবো। বিএনপির নেতাকর্মীদের উপর জনগণের অগাধ ভালোবাসা, আস্থা ও সমর্থন রয়েছে। নেতাকর্মীদের সেই আস্থা ও বিশ্বাস ধরে রাখতে হবে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ০৪ টায় পতেঙ্গা কে স্কয়ার কমিউনিটি সেন্টাওে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত চান্দগাঁও থানা স্বেছাসেবক দলের ‘কর্মী সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ বলেন, আগামী দিনে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে তার একটি সুস্পষ্ট রুপরেখা দেশনায়ক তারেক রহমান জাতির সম্মুখে উপস্থাপন করেছেন। এই ৩১ দফা বাস্তবায়ন হলে সাধারণ মানুষ তার ন্যায্য অধিকার যেমন পাবে, দেশের সন্ত্রাস নৈরাজ্য রাহাজানি থাকবে না। জাতি-ধর্ম-বর্ণ সকল শ্রেণী পেশার মানুষের কথা চিন্তা করে এই রুপরেখা প্রণয়ন করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ৩১ দফার বার্তা মানুষের কাছে তুলে ধরতে হবে।
পতেঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব কায়সার আলম কায়সার এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক এম. আবু বক্কর রাজু, আব্দুল হালিম গুড্ডু, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাজ্জাদ হোসেন, শাহাদাত হোসেন সোহাগ, আব্দুল মান্নান, মফিজ উদ্দিন সুমন, নুরুজ্জামান শিমুল, কৃষি বিষয়ক সম্পাদক কামরুল হাসান, সমবায় বিষয়ক সম্পাদক জাফর হোসেন রনি, শিল্প বিষয়ক সম্পাদক নাসিরুল হক মানিক, সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলাম রানা, পতেঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শওকত রানা, যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন লেদা, মো. লোকমান,তাইজুল ইসলাম বাবু, ইলিয়াস, সদস্য জুয়েল, তপন, বাবু, সাইফুল, সাহাব উদ্দিন, জসিম উদ্দিন প্রমুখ।