রাউজানে মাটি খেকোরা কৃষি জমিসহ পাহাড়-টিলা গিলে খাচ্ছে

শফিউল আলম, রাউজান ঃ রাউজানে মাটি খেকো সিন্ডিকেটের সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছে। মাটি খোকো সিন্ডিকেটের সদস্যরা কৃষি জমি থেকে মাটি কাটা কৃষি জমি ও পুকুর জলাশয় ভরাট করছে অবাধে। পাহাড় টিলা কাটছে অবাধে মাটি খোকো সিন্ডিকেটের সদস্যরা ।

রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের আবুর খীল, হার পাড়া, উরকির চর, নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন, উভলং, সামমাহদার পাড়া, পটিয়া পাড়া, গরীববুল্ল্রাহ পাড়া, শেখ পাড়া, নিরামিশ পাড়া, বাগোয়ান ইউনিয়নের পাচঁখাইন, কেয়ে পাড়া, গশ্চি, খৈয়াখালী, পাহাড়তলী ইউনিয়নের মহামুনি, শেখ পাড়া, উনসসত্তর পাড়া, বদু পাড়া, দেওয়ান পুর, জগৎ পুর আশ্রম, নাজিরের টিলা, সন্দ্বিপ পাড়া, তাপ বিদ্যুৎ কেন্দ্রের পাশে ও কদলপুর ইউনিয়নের পশ্চিম কদলপুর, জয় নগর, ভোমর পাড়া, কমলার টিলা, দক্ষিন সমশের পাড়া, শমশের পাড়া, কালকাতর পাড়া, মাধ্যম কদলপুর, ৭নং রাউজান ইউনিয়নের পশ্চিম রাউজান বড়ুয়া পাড়া, মঙ্গল খালী, পুর্ব রাউজান, রানী পাড়া, জয়নগর বড়ুয়া পাড়া, শমশের নগর, মুখছড়ি, রশিদর পাড়া, কেউটিয়া, ভোমর ঢালা, রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পুর্ব রাউজান, কাজী পাড়্,া চিকনছড়া, জঙ্গল রাউজান, আইলী খীল, ওয়াহেদের খীল, পশ্চিম রাউজান, রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের ডাক্তার খানা, সাপলঙ্গা, সাহানগর, ছত্রপাড়া, পৌরসভার ৬নং ওয়ার্ডের শরীফ পাড়া ছিটিয়া পাড়া, ৫নং ওয়ার্ডের নন্দী পাড়া বণিক পাড়া, বেরুলিয়া, ৪নং ওয়ার্ডের কাজী পাড়া, পশ্চিম সুলতানপুর, ৩ নং ওয়ার্ডের পুর্ব গহিরা, গহিরা বড়পুল, গহিরা, ২নং ওয়ার্ডের মোবারকখীল, দক্ষিন গহিরা, জামতল, ১নং ওয়ার্ডের পশ্চিম গহিরা, হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা, গর্জনিয়া, হলদিয়া, শিরনী বটতল, হচ্ছার ঘাট, বইজ্যার হাট, বড়ুয়া পাড়া, এয়াসিন নগর, উত্তর আইলী খীল, জানিপাথর, গলাচিপা, বানারস, বৃকবানপুর, বৃন্দাবনপুর, ডাবুয়া ইউয়িনের রাধামাধবপুর, বর্চনা, সিংহরিয়া, সুড়ঙ্গা, উত্তর হিংগলা, মেলুয়া, দক্ষিন হিংগলা, কলমপতি, চিকদাইর ইউনিয়নের পাঠান পাড়া, দক্ষিন সর্তা, গহিরা ইউনিয়নের দলই নগর, কোতোয়ালী ঘোনা, নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহ নগর, পশ্চিম ফতেহ নগর, নদীমপুর, বিনাজুরী ইউনিয়নের লেলাঙ্গারা, ইদলিপুর, পশ্চিম বিনাজুরী, জাম্ম¦ইন, বিনাজুরী, পুর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা, আধার মানিক, পশ্চিম আধার মানিক, হোয়ারা পাড়া, বড়ঠাকুর পাড়া, পশ্চিম গুজরা ইউনিয়নের ডোমখালী, মগদাই, মীরধার পাড়া, বদুমুন্সি পাড়া, সরকার পাড়া এলাকায় এলাকাভিত্তিক মাটি খোকো সিন্ডিকেট প্রতিদিন এসকেভেটার দিয়ে কৃষি জমি থেকে গভীর ভাবে মাটি খনন করে ড্রাম ট্রাক করে কৃষি জমি থেকে কাটা মাটি রাউজানের বিভিন্ন এলাকায় কৃষি জমি ভরাট করে আবাসিক ও বাণ্যিজিক ভবন নির্মানের জন্য ভরাট করার জন্য নিয়ে যাচ্ছে । বিভিন্ন এলাকায় পুকুর জলাশয় ভরাট কাজে ও কৃষি জমি থেকে কাটা মাটি ড্রাম ট্রাক ভর্তি করে নিয়ে ভরাট করছে ।

রাউজানের পাহাড়ী এলাকার পাহাড় ও টিলা এসকেভেটার দিয়ে নির্বিচারে কেটে পাহাড়ী এলঅকায় গড়ে উঠা ইটের ভাটায় ইট তৈয়ারী জন্য ও রাউজানের বিভিন্ন এলাকায় পুকুর জলাশয় ভরাট কাজে বিক্রয় করছে মাটি খোকো সিন্ডিকেটের সদস্যরা । রাউজানের পাহাড়তলী ইউনিয়নের নাজিরের টিলা জগৎপুর আশ্রম, সন্দ্বিপ পাড়া, মহামুনী, তাপ বিদ্যুৎ কেন্দ্রের পাশে কদলপুর ইউনিয়নের জয়নগর, ভোমর পাড়া, কমলার টিলা, দক্ষিন শমশের পাড়া, শমশের পাড়া, কালকাতর পাড়া, রাউজান ইউনিয়নের পুর্ব রাউজান, রানী পাড়া, শমশের নগর, ভোমর ঢালা, মুখছড়ি, জয়নগর বড়ুয়া পাড়া, মুখছড়ি, রশিদরপাড়া, রাউজান পৌর সভার ৯নং ওয়ার্ডের পুর্ব রাউজান, কাজী পাড়া, ািচকনছড়া, রহমত পাড়া, ঢালার মুখ, আইলী খীল, ওয়াহেদের খীল, ডাবুয়া ইউনিয়নের কলমপতি, হিংগলা, সুড়ঙ্গা, রাধামাধবপুর, সিংহরিয়া, হলদিয়া ইউনিয়নের উত্তর আইলী খীল, জানিপাথর, গলাচিপা, এয়াসিন নগর, বৃকবকানুপুর, বৃন্দ্বাবনপুর, ওযাহেদ্যা খীল, শিরনী বটতল, গর্জনিয়া, এলাকায় পাহাড় টিলা নির্বিচারে কাটার ফলে অনেক পাহাড় টিলা সমতল ভুমি ও জলাময়ে পরিণত হয়েছে । এ প্রসঙ্গে রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি অংছিং মারমা বলেন, কৃষি জমি ভরাট ও করায় পৃথক পৃথক ভাবে দুটি স্পটে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে । কৃষি জমি ভরাট ও কৃষি জমি থেকে মাটি কাটা পাহাড় চিলা কাটা বন্দ্ব করতে রাউজানের প্রতিটি মসজিদ, বিহার মন্দিরে চিঠি পাঠানো হয়েছে, মসজিদের খতিব জুমার নামাজের খুৎবার আগে চিঠি পড়ে মুসল্লিদের জানিয়েছেন । মন্দিরের পুরাহিতরা এলাকার মানুষকে অবহিত করেছেন । বিহাবের ভিক্ষু ও তা এলাকার জনগননকে অবহিত করেছেন । পাহাড় টিলা ও কৃষি জমি কাটা ও কৃষি জমি পুকুর জলাশয় ভরাট বন্দ্বে অভিযান অব্যাহত থাকবে ।