লবণের ন্যায্য মূল্যের দাবিতে প্রান্তিক চাষিদের অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ

সেলিম উদ্দীন, ঈদগাঁও প্রতিনিধি: লবণ মিল মালিকরা সিন্ডিকেট করে নিজেদেরকে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য দেশীয় লবণ শিল্পকে ধ্বংস করার জন্য ইন্ডাস্ট্রিয়াল লবণের নাম দিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাকে নিয়ন্ত্রণ করে লবণ আমদানির এলসি অনুমোদন করার পায়তারা করছে। যদি তাদের পরিকল্পনা বাস্তবায়ন হয় বাংলাদেশের একমাত্র স্বনির্ভর লবণ শিল্পের ধ্বংস নিশ্চিত।

লবণ শিল্পকে রক্ষার নিমিত্তে মাঠ পর্যায়ে প্রান্তিক চাষিদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি ও শিল্প লবণ আমদানির প্রতিবাদে কক্সবাজার লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে শিল্প লবণ এর নামে লবণ আমদানি বন্ধ করে দেশীয় লবণ শিল্পকে রক্ষায় ন্যায্য মূল্য নিশ্চিতে আয়োজিত অবস্থান কর্মসুচীতে বক্তারা এসব কথা বলেন।

এসময় লবণ চাষীরা গায়ে কাপনের কাপড় পড়ে মহাসড়কে লবণ ফেলে প্রতিবাদ জানায়। ঐসময় চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়ক ঘন্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ থাকে এবং উভয় পাশে শতাধিক দূরপাল্লার গাড়ি আটকা পড়ে।

বিক্ষোভ ও অবস্থান কর্মসুচীতে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান, অধ্যক্ষ এসএম মনজুর, কক্সবাজার লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ জামিল ইব্রাহিম, সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন মিয়া বক্তব্য রাখেন।

সমাবেশে ব্যবসায়ী আবদুল গফুর, এম জাফর আহমদ, আনিসুর রহমান, ফরিদুল ইসলাম, মনছুর আলম, নাছির উদ্দীন, আবুল হাসেম, মেম্বার নুরুল আজিম সবুজ, আরফাত কামাল জিকু, লবণ চাষী সমিতির সদস্য নুরুল আজম, নজরুল ইসলাম,সিরাজুল মোস্তফা, জাফর আলম, হারুনর রশীদ, মৌলভী সেলিম উদ্দিন,মোহাম্মদ সোয়াইবুল ইসলাম সবুজ, ফিরোজ বখত তোয়াহা, নাজিম উদ্দিন, শওকত আমিন, মৌলভী আবদুল্লাহ, হাবিবুল্লাহ মিজবাহসহ উপজেলার উপকূলীয় ইউনিয়নের প্রায় সহস্রাধিক লবণ চাষী অংশ নেন।