ভাল মানুষ হতে শিক্ষার পাশাপাশি কো-কারিকুলাম এক্টিভিটিস এর বিকল্প নেই

শেরশাহ কলোনি ডঃ মাজারুল হক হাই স্কুলের বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক চট্টগ্রাম বিভাগীয় সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ অতিথি বক্তব্যে বলেছেন, শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের ভাল মানুষ হিসেবে গড়ে তোলার জন্য বিতর্ক প্রতিযোগিতা, খেলাধুলাসহ অন্যান্য কো-কারিকুলাম এক্টিভিটিস এর বিকল্প নেই।

তিনি আজ ২৫ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বিকালে শেরশাহ কলোনি ডঃ মাজারুল হক হাই স্কুলের মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দেশের প্রকৃত ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে হবে। শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্ব পালন করতে হবে। স্যোশাল মিডিয়ার এই যুগে অভিভাবকদের দায়িত্ব ও কর্তব্য আরো বেড়ে গেছে। একজন শিক্ষার্থীকে ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার ও বিদ্যালয়ের উভয়েরই ভূমিকা অপরিসীম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং জালাবাদ ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ মামুন আলম, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য মোঃ জাহাঙ্গীর আলম বাবু।

বিতর্ক প্রতিযোগিতার ১০ম শ্রেণির ফাইনাল রাউন্ডে বিষয় ছিল দারিদ্রতা নয়, বরং দূর্নীতি আমাদের জাতীয় উন্নয়নের প্রধান অন্তরায়।
৯ম শ্রেণির ফাইনাল রাউন্ডে বিষয় ছিল সোশাল মিডিয়ার অপব্যবহার শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করে তুলছে।

প্রতিযোগিতায় নবম শ্রেণীর বিপক্ষ দল এবং দশম শ্রেণীর পক্ষ দল জয় লাভ করে। শ্রেষ্ঠ তার্কিক নির্বাচিত হন নবম শ্রেণীর শিক্ষার্থী সুভ দে এবং দশম শ্রেণীর তাশপিয়া ফারহানা।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়পক্ষ ও অংশগ্রহণকারীদের মাঝে ট্রফি ও ক্রেস্ট প্রদান করেন।