বাংলাদেশের পোশাকশিল্পের উন্নয়নে প্রযুক্তি সহায়তা দেবে চীনের জ্যাক টেকনোলজি

চীনের জ্যাক টেকনোলজি কোম্পানির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক রুয়ানের বাংলাদেশে আগমন উপলক্ষে তাকে এফএম (জ্যাক) এর পক্ষ থেকে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের পঁাচ তারকা হোটেল রেডিসন ব্লুতে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জ্যাক বাংলাদেশ জোনের একাউন্ট ডিরেক্টর ডিউক, মার্কেটিং ডিরেক্টর মিস্টার আলেক্স, গ্লোবাল জেনারেল ম্যানেজার ভিক্টর, এফএম চেয়ারম্যান এম ফজলে করিম লিটন, ব্যবস্থাপক ফজলে মেহরাব, বিজিএমইএ সাবেক প্রথম সহ-সভাপতি ও ওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নজরুল ইসলাম, বিজিএমইএ সাবেক প্রথম সহ-সভাপতি এসএম আবু তৈয়ব, বিজিএমইএ প্রথম সহ-সভাপতি ও ইস্টার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী, কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান, মোস্তফা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের পরিচালক তৈমুর রহমান, মার্স স্পোর্টস ওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন, কে গার্মেন্টস এর ব্যবস্থাপনা পরিচালক বিজয় শেখর দাশ, দ্য নিড অ্যাপারেলস’র চেয়ারম্যান রিয়াজ ওয়ায়েজসহ চট্টগ্রামে বিভিন্ন পোশাকশিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকগণ।

এ সময় জ্যাকের ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশে গার্মেন্টসশিল্পের উন্নয়নে যেকোন ধরনের প্রযুক্তিগত সহায়তা প্রদানের আশ্বাস দেন। প্রেস বিজ্ঞপ্তি