রাউজানের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধারসহ আটক ৫

শফিউল আলম, রাউজানঃ চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার এবং সামগ্রিক জননিরাপত্তা নিশ্চিতকরণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে (১৯ নভেম্বর) বুধবার দিবাগত রাত থেকে ২০ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল পর্যন্ত চট্টগ্রাম জেলা পুলিশের ৭টি টিম, র‌্যাব-৭-এর বিশেষ ২টি টিম, চট্টগ্রাম নৌ-পুলিশ, এবং ৯ এপিবিএন-এর চৌকস টিম যৌথভাবে রাউজান থানাধীন নোয়াপাড়া, বাগোয়ান, পূর্ব ও পশ্চিম গুজরা, সুলতানপুর, কদলপুর, রাউজান ইউনিয়নে রাউজান পৌরসভা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।একই সময়ে বিভিন্ন স্থানে ১৭টি চেকপোস্ট পরিচালনা করা হয়। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে জেলা পুলিশের উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৮টি এলজি, ৬ রাউন্ড কার্তুজ, ১৪টি ছোরা, ৩টি রামদা,২ টি চাপাতি, ২টি তলোয়ার, ১টি কিরিচ ও ১টি ইলেক্ট্রিক কাটার ।জেলা পুলিশ কর্তৃক ১৭টি চেকপোস্টে ২৮টি মোটরসাইকেল ও ১টি ট্রাক আটক, মোটরযান আইনে ৩৭টি মামলা, বিভিন্ন অপরাধে ৫ জনকে গ্রেফতার করা হয়।র‌্যাবের অভিযানে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে, ৩ টি এলজি, ২টি তলোয়ার ও ১ টি কিরিচ। অভিযান শেষে গতকাল ২০ নভেম্বর বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যলয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু। প্রেস ব্রিফিং করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, চট্টগ্রামের আইন শৃংখলা রক্ষা ও সন্ত্রাসীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্বারে পুলিশ র‌্যাব, নৌপুলিশ সহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। ব্যবসায়ী আবদুল হাকিম হত্যাকান্ডের সাথে জড়িত ৬ সন্ত্রাসীকে গ্রেফতার আসমীদের মধ্যে দুইজন আদালতে হত্যাকান্ডের সাথে জড়িত স্বীকার করে আদালতে জবানবন্দি দেয় বলে বলে জানান জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।

অভিযান চালিয়ে ৪টি বিদেশি পিস্তল, ১টি রিভলভার, ১টি চায়না রাইফেল, ১টি শর্টগান, ২টি এলজি, ৪৯ রাউন্ড রাইফেলের গুলি (৭.৬২), ১৭ রাউন্ড শর্টগানের কার্তুজ, ১৯ রাউন্ড পিস্তলের গুলি (৭.৬৫) সর্বমোট ৮৫ রাউন্ড গুলি ৭টি ম্যাগাজিন, ২টি রামদা, ৫টি ছুরি এবং ঘটনায় ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্বার করা হয়েছে। নভেম্বর মাসে রাউজান থানা এলাকায় অস্ত্র উদ্ধার বিষয়ে রাউজান থানায় অস্ত্র আইনে ১০টি মামলা করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৮ জনকে। নভেম্বর মাসে উদ্বার করা হয়েছে ২৪টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র,৮৫ রাউন্ড গুলি,২টি কার্তুজ। ২০২৫ সালের জানুয়ারী মাস থেকে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা এবং ১৭টি থানা কর্তৃক পরিচালিত নিয়মিত অভিযানে উদ্ধার করেছেন ৫৭৭টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র,৪৬২টি গুলি,২০৬ রাউন্ড কার্তুজ,অস্ত্র আইনের ৯৬টি মামলা হয়েছে ।গ্রেফতার করা হয়েছে ১৪০ জনকে। চট্টগ্রাম জেলা পুলিশের অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু আরো বলেন, জননিরাপত্তায় সদা জাগ্রত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু চট্টগ্রাম জেলা পুলিশ।