চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের বিদায় ও নবীন বরণ চবি সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে সোমবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথ ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এতে বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আলাউদ্দিন মজুমদার. চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চবি লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ এবং চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি ও তথ্য ও ফটোগ্রাফি শাখার প্রশাসক ড. মো: শহীদুল হক।
চবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি মোহাম্মদ সোহাইব এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত বিভাগের সহকারী অধ্যাপক ও অনুষ্ঠান উদযাপান কমিটির আহবায়ক কাজী রবিউল ইসলাম।
চবি উপাচার্য বলেন, কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ খুবই গুরুত্বপূর্ণ একটি বিভাগ। একটি অত্যন্ত কঠিন প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে নবীন শিক্ষার্থীরা এ বিভাগে ভর্তি হওয়ার যে সুবর্ণ সুযোগ পেয়েছে, তা যথাযথভাবে কাজে লাগাতে হবে। নবীন শিক্ষার্থীরা শিক্ষকদের সান্নিধ্যে সময়ের প্রতি নিষ্ঠাবান থেকে যথাসময়ে ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম সম্পন্ন করে পরিবার, সমাজ ও রাষ্ট্রের আশা আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপাচার্য বিদায়ী শিক্ষার্থীদের সফল ও কর্মময় জীবন প্রত্যাশা করেন।
উপ-উপাচার্য (প্রশাসন) বলেন, বিদায়ী শিক্ষার্থীরা আজ থেকে এ বিশ্ববিদ্যালয়ের এলামনাই। তারা কর্মজীবনে দক্ষতার স্বাক্ষর রেখে দেশ-জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত রাখবেন। নবীন শিক্ষার্থীরা লেখাপড়ায় মনোযোগী হয়ে পিতা-মাতার আশা পূরণে সচেষ্ট হবেন, এটাই সকলের প্রত্যাশা।
চবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শাশ্বত ও প্রমির সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মেহেদী হাসান নিশান ও নবীন শিক্ষার্থীদের পক্ষে সাদিয়া আফরিন বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান । অনুষ্ঠানে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।