চট্টগ্রামের ফটিকছড়ি বারমাসিয়া নালিরকুল হযরত খাজা গরীবে নেওয়াজ (র.) এর ২৫ তম বার্ষিক ওরশ শরিফ শনিবার (২২ ফেব্রুয়ারি ) অনুষ্ঠিত হয়। বার্ষিক ওরশ উপলক্ষে মাহফিল ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে বাদে জোহর খতমে কোরআন, বাদে এশা তবারুক বিতরণ, রাতে গ্রাম বাংলার জনপ্রিয় শিল্পী শিমুল শীল কাওয়ালী গান পরিবেশন করেন।
নালিরকুল জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন সুয়াবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়াম্যান মোহাম্মদ মনচুর আলী, মুজিবুর আলম মুন্না, শুক্কুর সওদাগর, মোহাম্মদ মঞ্জু,
ওরশ কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন,মুহাম্মদ আব্দুল মন্নান, মুহাম্মদ আব্দুল নবী, মুহাম্মদ জফুর , মুহাম্মদ কামাল, মুহাম্মদ রহিম, মুহাম্মদ আরমান উদ্দীন,মোহাম্মদ কালু,মোহাম্মদ হাশেম,মোহাম্মদ দিদার, মুহাম্মদ রুকন, মুহাম্মদ হেলাল, মুহাম্মদ খোরশেদ মুহাম্মদ বাবুল, মুহাম্মদ জামাল,মোহাম্মদ ফোরকান,মোহাম্মদ মিয়া,
এ সময় বক্তারা বলেন, আল্লাহর অলিয়ে কেরামের মাধ্যমে প্রত্যেক মানুষের পারিবারিক জীবনের সুখ-শান্তি আসে। তাদের অনুসরণ করে কর্মময় জীবন পরিচালনা করতে পারলে সবাই উভয় জাহানে কামিয়াব হতে পারবে।