শিক্ষার্থীদের উন্নত সেবা প্রদান করতে প্রশাসন অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছে-চবি উপাচার্য

শিক্ষার্থীদের উন্নত একাডেমিক সেবা প্রদান করতে চবি প্রশাসন অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছে। চবি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (সিএসই), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর সহযোগিতায় বিনামূল্যে ছাত্র-ছাত্রী প্রশিক্ষণ কর্মসূচি এনহান্সিং ডিজিটাল গভারমেন্ট এন্ড ইকোনমি (ইডিজিই) প্রজেক্টের (২য় পর্যায়) ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস এর ফাউন্ডেশনাল কোর্সের ব্যাচ স্মার্ট অফিস ম্যানেজমেন্ট ও বেসিক প্রোগ্রামিং উইথ পাইথন এবং ইন্টারমিডিয়েট ব্যাচের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ও মোবাইল এপ ডেভেলপমেন্ট-ফ্লাটার কোর্সের ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার একথা বলেন।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক যুগ্মসচিব জনাব মো. মনির হোসেন। চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড.মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া ও মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন।

উপাচার্য তার ভাষণে তথ্যপ্রযুক্তি নির্ভর একটি গুরুত্বপূর্ণ ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করায় আমন্ত্রিত অতিথি ও আয়োজকবৃন্দসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি বলেন,বাংলাদেশ সরকার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আইসিটি ডিভিশন এবং ইডিজিই এর সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের জন্য তথ্যপ্রযুক্তি নির্ভর যে ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করেছে তা সত্যিই প্রসংশার দাবিদার। এ ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তির মৌলিক বিষয়গুলো সহজে আয়ত্ত করার সুযোগ অবারিত হয়েছে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্পোরেট লিংকেইজ এর সাথে যোগাযোগ করে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির চেষ্টা অব্যাহত রেখেছে। বিশেষ করে শিক্ষার্থীদের উন্নত একাডেমিক সেবা প্রদান করতে চবি প্রশাসন অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছে।

উপাচার্য ৪র্থ শিল্প বিপ্লবের এ যুগে বিজ্ঞান শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তি ব্যবহারে পারদর্শিতা অর্জনের জন্য শিক্ষার্থীদের আহবান জানান। এ ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা তাদের মেধাকে সমৃদ্ধ করে নতুন নতুন উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশ-জাতির কল্যাণে কাজ করতে সচেষ্ট হবেন মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি ট্রেনিং প্রোগ্রামের সার্বিক সফলতা কামনা করেন। প্রোগ্রামে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে উপাচার্য পুরষ্কার প্রদান করেন এবং অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন ও প্রফেসর ড. মোহাম্মদ অছিয়র রহমান। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, বিএসআরএম নেটওয়ার্ক এন্ড ডাটাবেজ এর সিনিয়র ম্যানেজার জনাব মো. সাইফুল ইসলাম মাহিন, সংশ্লিষ্ট প্রজেক্টের এসোসিয়েট মো. রবিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিভাসা চৌধুরী। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ফাউন্ডেশনাল ব্যাচ এর স্মার্ট অফিস ম্যানেজমেন্ট ও বেসিক প্রোগ্রামিং উইথ পাইথন ট্রেনিং এবং ইন্টারমিডিয়েট ব্যাচ এর ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ও মোবাইল এপ ডেভেলপমেন্ট-ফ্লাটার একটি সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করার দক্ষতা অর্জনের কোর্স, যেখানে ফ্রন্টএন্ড (ব্যবহারকারীর ইন্টারফেস), ব্যাকএন্ড (সার্ভারের লজিক), ও ডাটাবেস ব্যবস্থাপনা, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট – ফ্লাটার – ফ্রেমওয়ার্ক ব্যবহার করে অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মের জন্য মোবাইল অ্যাপ তৈরি করার কোর্স ট্রেনিংয়ে শেখানো হচ্ছে। ১৮ থেকে ৩৫ বয়সের বিএসসি অনার্স ৩য় বর্ষ বা তার উপরে (শুধুমাত্র ৩য়, ৪র্থ বা এমএস ছাত্রদের জন্য) যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীরা যেকোনো একটি কোর্সে বিনামূল্যে এ ট্রেনিং প্রোগ্রামে অনলাইনে রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করার সুবর্ণ সুযোগ পাবেন।