শফিউল আলম, রাউজানঃ চট্টগ্রামের রাউজানে কৃষি ভরাট করায় আবদুল করিম ও মোঃ মঈনুদ্দীনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার(২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চিকদাইর ইউনিয়নের পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় মাটি কেটে কৃষি জমি ভরাটের তথ্য পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা এই অভিযান পরিচালনা করেন। ঘটনাস্থলে রাউজান থানার পুলিশ ফাঁড়ির সদস্যগণ উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা বলেন, অভিযুক্ত দু’ব্যক্তি তার অপরাধ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। তিনি বলেন পাহাড় কাটা, কৃষি কাটা ও কৃষি জমি ভরাট করা আইনত দণ্ডনীয় অপরাধ। তবে যারা কৃষি জমির মাটি কাটছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কৃষি জমি কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে।