চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সেমিনার কক্ষে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় ‘Recent Dynamics of Pakistan-Bangladesh Relations’’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের মান্যবর হাইকমিশনার মি. এইচ. ই. সৈয়দ আহমেদ মারুফ।
চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. এ. কে. এম. মাহফুজুল হক (মাহফুজ পারেভেজ) এর সভাপতিত্বে এবং উক্ত বিভাগের প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারীর সঞ্চালনায় সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আলাউদ্দিন মজুমদার, রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ভূঁইয়া মো. মনোয়ার কবির,সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন মিঝি, সহযোগী অধ্যাপক আককাছ আহমদ, সহযোগী অধ্যাপক এ. জি. এম. নিয়াজ উদ্দিন, সহকারী অধ্যাপক শারমিলা কবির সীমা ও চবি ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগের সভাপতি প্রফেসর ড. এন. এম. সাজ্জাদুল হক।
সেমিনারে চবি সমাজ বিজ্ঞান অনুষদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।