যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে কক্সবাজার সিটি কলেজে উদযাপন করা হয়েছে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫।
দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও জাতীয় সঙ্গীত সমবেত কন্ঠে পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিশেষ এই দিন উদযাপনের সূচনা করেন কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম আকতার উদ্দিন চৌধুরী। এরপর তাঁর নেতৃত্বে ২১শে ফেব্রুয়ারি (শুক্রবার) কলেজের শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন কলেজের সম্মানিত শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ এবং কর্মচারীবৃন্দ।
বহিরাঙ্গনের শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম আকতার উদ্দিন চৌধুরী-এর সভাপতিত্বে, পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, পবিত্র গীতা ও পবিত্র ত্রিপিটক ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন “শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫” উদযাপন কমিটির আহ্বায়ক, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক জুলফিকার আলী। তাঁর বক্তব্যে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চেতনার সাথে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রতিফলনের প্রসঙ্গ উঠে আসে।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম আকতার উদ্দিন চৌধুরী ভাষা আন্দোলনের চেতনাকে সদা জাগ্রত রাখার আহ্বান জানান শিক্ষার্থীদের প্রতি। কলেজের শিক্ষাকার্যক্রমে সফলতার জন্য ঐক্যবদ্ধভাবে পথ চলার আশাবাদও তাঁর বক্তব্যে ফুটে ওঠে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শাহনূর আক্তার, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক হাশেম উদ্দিন, কক্সবাজার সিটি কলেজের এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি, সহযোগী অধ্যাপক (গণিত) আরিফুল ইসলাম, ব্যবসায় ব্যবস্থাপনা ও প্রযুক্তি (বিএমটি) এর সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শরমিন ছিদ্দিকা, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক নাসরিন সুলতানা, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম, থিয়েটার স্টাডিজ বিভাগের প্রভাষক মোঃ ইমরান হোসেন এবং শরীরচর্চা শিক্ষক মোহাম্মদ রহমত উল্লাহ। কর্মচারীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন নুরুল ইসলাম। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী আবদুল্লাহ আল নোমান সাগর এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী ওসমান গনি।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ আবদুল্লাহ, পবিত্র গীতা থেকে পাঠ করেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী স্বজন দে এবং পবিত্র ত্রিপিটক ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন বৈশাখী বড়ুয়া।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক তছলিমা খানম এবং থিয়েটার স্টাডিজ বিভাগের প্রভাষক কে. এম. সানাউল হক।
উল্লেখ্য যে “শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫” উদযাপন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক জুলফিকার আলী এবং কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক তছলিমা খানম, ব্যবসায় ব্যবস্থাপনা ও প্রযুক্তি (বিএমটি) এর প্রভাষক নির্মল কান্তি দে, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক এ এইচ এম নওশাদ চৌধুরী, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম, বাংলা বিভাগের প্রভাষক কামাল উদ্দিন, ইংরেজি বিভাগের প্রভাষক আবদুল্লাহ আল নোমান এবং থিয়েটার স্টাডিজ বিভাগের প্রভাষক কে. এম. সানাউল হক।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকের দায়িত্বে ছিল কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ, বিএনসিসি ও রেডক্রিসেন্ট। এতে কলেজের শিক্ষক-কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।