শৃংখলাপূর্ণ জীবন গঠনে খেলাধুলার বিকল্প নেই। শারীরিক শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শৃংখলাবোধ আয়ত্ব করতে সক্ষম হয়। চট্টগ্রাম জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বনাম চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এসব কথা বলেন।
তিনি বুধবার(১৯ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রীতি ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করেন। প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলার বিভাগীয় পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা। অনুষ্ঠানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্যের প্রতিনিধি হিসেবে উক্ত বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
উপাচার্য তার বক্তব্যে অতিথিবৃন্দ, প্রীতি ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ, দলের ম্যানেজার, সহকারী ম্যানেজার ও কোচবৃন্দসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়ালেখা ও শিক্ষাসহায়ক কার্যক্রমের সুন্দর ও নান্দনিক পরিবেশ বিরাজ করছে। বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর উক্ত বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে দিনরাত কাজ করে যাচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের সর্বোচ্চ সেবা দিতে বর্তমান প্রশাসন কাজ করছে।
তিনি আরও বলেন, আধুনিক তথ্য-প্রযুক্তির এ যুগে বিদ্যা শিক্ষার জন্য প্রয়োজন সুন্দর শরীর ও সুস্থ মন। একমাত্র খেলাধুলাই শিক্ষার্থীদের দেহ ও মনকে সুস্থ রাখতে পারে। ক্রীড়ার নির্মল আনন্দ পেতে হলে শিক্ষার্থীদের নিয়ম-নিষ্ঠা, শ্রম-সাধনা ও নিয়মিত অনুশীলন করতে হবে। শিক্ষার্থীদের সুকোমল মনকে প্রফুল্ল রাখতে এবং তাদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের কোন বিকল্প নেই। উপাচার্য বলেন, শিক্ষা ক্ষেত্রে নিয়মানুবর্তিতা, আত্মশক্তি অর্জন, চরিত্র গঠন, আত্মবিশ্বাস জাগ্রত করা ও শৃংখলাবোধ শিক্ষার্থীদের করে তোলে দায়িত্বশীল। আর শারীরিক শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে এ গুণগুলো অর্জন করা সম্ভব হয়। উপাচার্য জুলাই গণআন্দোলনের ফলে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে, সেটাকে কাজে লাগানোর জন্য সকলকে আহবান জানান।
পরে উপাচার্য প্রতিযোগিতায় বিজয়ী দল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফুটবল দল ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রানারআপ দলের মধ্যে ট্রফি করেন।
মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা-২০২৫ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফুটবল দল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দলকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দলের কৃতি খেলোয়াড় উষা শিং চৌধুরী।
প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দলের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন চবি ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগের সভাপতি প্রফেসর ড. এন. এম. সাজ্জাদুল হক, সহকারী ম্যানেজার শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মো. রাশেদ বিন আমিন চৌধুরী ও কোচ এর দায়িত্বপালন করেন শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান জালাল। অপরদিকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দলের মানেজারের দায়িত্ব পালন করেন ইয়াছির আরাফাত এবং কোচ এর দায়িত্বপালন করেন জিলহাজ উদ্দিন।
জাতীয় সংগীতের সাথে সাথে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ওয়ালী উল্লাহ।